Donald Trump-Asim Munir Meeting: ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র নাকি অন্য ফন্দি? পাকিস্তানের মুনিরকে কেন ডেকেছিলেন ট্রাম্প?
Donald Trump-Asim Munir Meeting: একা মুনির নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন ট্রাম্প। বলেন, "দুইজন বুদ্ধিমান মানুষ সংঘর্ষ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নাহলে এই সংঘাত পরমাণু যুদ্ধের আকার নিতে পারত।"

ওয়াশিংটন: হঠাৎ পাকিস্তান প্রেম জেগে উঠেছে আমেরিকার। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে সরাসরি হোয়াইট হাউসে আমন্ত্রণ করে ডেকে ভোজ খাওয়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই কাজকর্ম দেখে স্বাভাবিকভাবেই ভারত সহ একাধিক দেশ ভ্রু কুঁচকেছে। এবার ট্রাম্প নিজেই জানালেন যে তিনি কেন হঠাৎ আসিম মুনিরকে আমন্ত্রণ জানালেন।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক সেনা প্রধান আসিম মুনিরের প্রশংসা করে বলেন যে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত বাড়তে পারত আরও। তা আটকেছেন মুনির। ট্রাম্প বলেন, “যে কারণে আমি ওঁকে (আসিম মুনির) এখানে ডেকেছি কারণ আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম যুদ্ধ না করে, তা থামানোর জন্য।”
একা মুনির নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন ট্রাম্প। বলেন, “দুইজন বুদ্ধিমান মানুষ সংঘর্ষ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নাহলে এই সংঘাত পরমাণু যুদ্ধের আকার নিতে পারত।”
ট্রাম্প নিজেই জানান, পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে ইরান নিয়ে কথা হয়েছে। বলেন, “ওরা (পাকিস্তান) ইরানকে খুব ভালভাবে চেনে, বাকিদের তুলনায় অনেক বেশি জানে। ওরাও গোটা বিষয়টি নিয়ে খুশি নয়। এমন নয় যে ওদের ইজরায়েলের সম্পর্ক খারাপ। ওরা দুই দেশকেই চেনে, হয়তো ইরানকে একটু বেশি ভাল চেনে। ওরা দেখছে কী হচ্ছে। আমার সঙ্গে সম্মতিও জানিয়েছে।”
যদিও পাকিস্তান কোন বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্মতি জানিয়েছে, তা খোলসা করেননি ট্রাম্প। ইরান-ইজরায়েলের সংঘাত শুরুর পর পাকিস্তান ইরানের পক্ষেই দাঁড়িয়েছিল। ইজরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। এদিকে ইরান যখন বলে যে পাকিস্তান তাদের হয়ে ইজরায়েলে পরমাণু হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে, তা সঙ্গে সঙ্গে অস্বীকার করে পাকিস্তান।
এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সেনা প্রধানের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করলেন। যেখানে সম্প্রতিই ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে মধ্যস্থতা করার দাবি জানিয়েছিলেন ট্রাম্প, সেখানে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত সাফ জানিয়েছে, পাকিস্তানের অনুরোধেই ভারত সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। অন্যদিকে, ট্রাম্প এখনও দাবি করে চলেছেন যে তার মধ্যস্থতাতেই ভারত-পাকিস্তানের সংঘর্ষ থেমেছে।
হোয়াইট হাউসে মুনিরের সঙ্গে এক ঘণ্টার মধ্যহ্নভোজ শুরুর আগেও যখন মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, “আমি যুদ্ধ থামিয়েছি…আই লাভ পাকিস্তান। আমি মনে করি মোদী একজন অসাধারণ মানুষ। গতকাল রাতেই ওঁর সঙ্গে কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করব।”

