AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trump-Jinping: সম্পর্কে প্রলেপ দেওয়ার চেষ্টা ট্রাম্পের, দক্ষিণ কোরিয়ায় বৈঠক করতে পারেন জিনপিংয়ের সঙ্গে

Trump may meet Jinping: গত কয়েকমাসে শুল্ক নিয়ে দুই দেশের চাপানউতোর বেড়েছে। তার মধ্যেই গত মাসে জিনপিং টেলিফোনে সস্ত্রীক ট্রাম্পকে বেজিং সফরের আমন্ত্রণ জানান। তবে ট্রাম্প চিন সফরে যাবেন কি না, নিশ্চিত করে জানায়নি হোয়াইট হাউস। এই আবহে APEC সম্মেলনে এই দুই রাষ্ট্রনেতার বৈঠকের সম্ভাবনা বাড়ছে।

Trump-Jinping: সম্পর্কে প্রলেপ দেওয়ার চেষ্টা ট্রাম্পের, দক্ষিণ কোরিয়ায় বৈঠক করতে পারেন জিনপিংয়ের সঙ্গে
অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফোটো)Image Credit: Thomas Peter - Pool/Getty Images
| Edited By: | Updated on: Sep 07, 2025 | 11:15 PM
Share

ওয়াশিংটন: আন্তর্জাতিক মঞ্চে ভারত, রাশিয়া ও চিন কাছাকাছি আসছে। ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। সেই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। অক্টোবরে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন (APEC) সম্মেলনে যোগ দেবেন। সেই সম্মেলনের ফাঁকেই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে ট্রাম্পের।

এখনও ট্রাম্পের চূড়ান্ত সফরসূচি বা নির্ঘণ্ট প্রকাশ করেনি হোয়াইট হাউস। তবে সিএনএন সূত্রে খবর, ট্রাম্প ও জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। গত কয়েকমাসে শুল্ক নিয়ে দুই দেশের চাপানউতোর বেড়েছে। তার মধ্যেই গত মাসে জিনপিং টেলিফোনে সস্ত্রীক ট্রাম্পকে বেজিং সফরের আমন্ত্রণ জানান। তবে ট্রাম্প চিন সফরে যাবেন কি না, নিশ্চিত করে জানায়নি হোয়াইট হাউস।

এই আবহে APEC সম্মেলনে এই দুই রাষ্ট্রনেতার বৈঠকের সম্ভাবনা বাড়ছে। এই সম্মেলনে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকেও আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। তবে সিওলের চিরশত্রু কিম ওই বৈঠকে যাবেন কি না, তা এখনও চূড়ান্ত নয়।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই চিনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) সম্মেলনে একসঙ্গে দেখা গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জিনপিংকে। পুতিন ও জিনপিংয়ের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন মোদী। SCO সম্মেলনে মোদী, জিনপিং ও পুতিনের ঘনিষ্ঠতা ভালভাবে গ্রহণ করেননি ট্রাম্প। যদিও প্রধানমন্ত্রী মোদী এখনও তাঁর বিশেষ বন্ধু বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।