সেনা প্রত্যাহারের সিদ্ধান্তেই অটল, ‘আফগান সেনাকেই লড়তে হবে’,পরামর্শ বাইডেনের

সেনা প্রত্যাহার প্রসঙ্গে তিনি জানান, এই সিদ্ধান্তে কোনও ভুল নেই। বিগত ২০ বছর ধরে আফগানিস্তানে সেনা মোতায়েনের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থ খরচ হয়েছে, কয়েক হাজার সেনাকেও হারাতে হয়েছে।

সেনা প্রত্যাহারের সিদ্ধান্তেই অটল, 'আফগান সেনাকেই লড়তে হবে',পরামর্শ বাইডেনের
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 11:52 AM

ওয়াশিংটন: আফগানিস্তানে (Afghanistan) একের পর এক শহর দখল করছে তালিবান (Taliban), ইতিমধ্যেই দেশের ৬৫ শতাংশ দখল করেছে তালিবানিরা। এই পরিস্থিতিতে আফগান প্রসাসনকে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শই দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।

মঙ্গলবার বিকেলেই বাঘলানের রাজধানী পুল-ই-খুমরি দখল নেয় তালিবানিরা, এই নিয়ে সাতটি প্রাদেশিক রাজধানী দখল নিল সন্ত্রাসবাদী সংগঠন। পিছু হটেছে আফগান সেনাও। তারা কেলাগি মরুভূমির দিকে ফিরে যাচ্ছেন, যেখানে সেনাবাহিনীর বড় একটি ঘাঁটি রয়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই শক্তি প্রদর্শন করছে তালিবান। এই প্রসঙ্গে গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আফগান নেতাদের একজোট হতেই হবে। আফগান সেনার সংখ্যা তালিবানদের তুলনায় অনেক বেশি এবং তাদের নিজেদের জন্য ও দেশের জন্য লড়াই চালাতেই হবে।”

সেনা প্রত্যাহার প্রসঙ্গে তিনি জানান, এই সিদ্ধান্তে কোনও ভুল নেই। বিগত ২০ বছর ধরে আফগানিস্তানে সেনা মোতায়েনের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থ খরচ হয়েছে, কয়েক হাজার সেনাকেও হারাতে হয়েছে। সেই কারণেই চুক্তি মতোই   সেনা প্রত্যাহার করা হচ্ছে। তবে আমেরিকার তরফে আকাশপথে সহায়তা, খাদ্য ও অন্যান্য সহায়তা জারি রাখা হবে।

বর্তমানে আফগানিস্তানের ৬৫ শতাংশ সম্পূর্ণ দখল নিয়েছে তালিবানিরা। ইতিমধ্যেই কাবুলের দিকেও এগোচ্ছে তারা। তালিবান জঙ্গিদের ঠেকাতে আপাতত এয়ারস্ট্রাইকেই ভরসা রাখছে আফগান সেনা। মার্কিন সেনার সহায়তায় তারা তালিবান ঘাঁটিগুলির উপরে ক্রমাগত এয়ার স্ট্রাইক চালাচ্ছে। আরও পড়ুন: স্থায়ী ‘ওয়ার্ক ফ্রম হোমে’র সুবিধা দিয়ে বেতনে কোপ বসাচ্ছে গুগল, অন্য সংস্থাও কি নেবে একই পথ?