US President Joe Biden: ফের নেগেটিভ করোনা রিপোর্ট, শুক্রবারই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন বাইডেন

G-20 Summit: সোমবার মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও করোনা পরীক্ষা করা হলে, তার রিপোর্ট নেগেটিভ আসে।

US President Joe Biden: ফের নেগেটিভ করোনা রিপোর্ট, শুক্রবারই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন বাইডেন
ফাইল চিত্রImage Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 9:17 AM

নয়া দিল্লি: করোনা আক্রান্ত (COVID-19 Positive) মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন (Jill Biden)। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden)। জি-২০ সম্মেলনে ভারতে আসার ঠিক আগেই হোয়াইট হাউসে করোনার হানায় উদ্বেগ ছড়িয়েছিল। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়েও অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছিল। তবে আশ্বাসের কথা শোনাল হোয়াইট হাউস (White House)। জানানো হল, দ্বিতীয়বারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে জি-২০ সম্মেলনে তাঁর যোগ দিতে কোনও সমস্যা নেই।

হোয়াইট হাউসের তরফে সাংবাদিক বৈঠকে মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা জেক সুলিভান বলেন, “মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার তিনি জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশে রওনা দেবেন। শুক্রবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং শনিবার তিনি জি-২০ সম্মেলনে যোগ দেবেন।”

মঙ্গলবারই জানা যায়, সোমবার মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও করোনা পরীক্ষা করা হলে, তার রিপোর্ট নেগেটিভ আসে। মঙ্গলবারও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আরও একবার করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টও নেগেটিভ আসায়, ভারত সফরে আসায় আর কোনও বাধা রইল না মার্কিন প্রেসিডেন্টের।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়ার জানান, ভারত সফরে প্রেসিডেন্ট বাইডেন যাবতীয় করোনাবিধি মেনে চলবেন। অনুষ্ঠানে তিনি যথাসম্ভব মাস্ক পরে থাকবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। নিয়মিত তাঁর করোনা পরীক্ষা করা হবে। দিল্লিতে অবতরণের পর মার্কিন প্রেসিডেন্ট ও অন্যান্যদের ফের একবার করোনা পরীক্ষা করা  হবে।