ফিদেলের দেশকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিলেন ট্রাম্প

কয়েকদিন পর মার্কিন মসনদে বসবেন ওবামা ঘনিষ্ঠ ডেমোক্র্যাট জো বাইডেন। তিনি ক্ষমতায় আসার স্রেফ ৯ দিন আগে ফের কিউবাকে 'সন্ত্রাসবাদী' তকমা দিয়ে কার্যত আরও একবার নিজের অভিসন্ধি স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প।

ফিদেলের দেশকে 'সন্ত্রাসবাদী' তকমা দিলেন ট্রাম্প
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2021 | 5:47 PM

ওয়াশিংটন: মসনদে ডোনাল্ড ট্রাম্প আছেন আর মাত্র ৮ দিন। তার আগেই বিদায়কালে একাধিক সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন। সেই মতোই সন্ত্রাসবাদে মদত দেওয়া দেশের তালিকায় কিউবাকে (Cuba) অন্তর্ভুক্ত করল মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট। সোমবার একথা জানিয়েছেন, মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। ২০১৫ সালে ‘স্টেট স্পনসর টেররিজ়মের’ তালিকা থেকে কিউবাকে সরিয়ে দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিউবাকে ফের ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে কার্যত ওবামার তৈরি আমেরিকা-কিউবা সুসম্পর্কে আঘাত হানলেন ট্রাম্প।

১৯৫৯ সালে কিউবা আন্দোলন। আমেরিকা সমর্থিত প্রেসিডেন্ট ফুলগেনসিও বতিস্তার বিরুদ্ধে ফিদেল কাস্ত্রোর লড়াই। দীর্ঘ লড়াইয়ে বতিস্তা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই তিক্ততার সম্পর্ক তৈরি হয় আমেরিকা-কিউবার মধ্যে। ১৯৬২ সালে কিউবার উপর এম্বার্গো জারি করেন মার্কিন প্রেসিডেন্ট কেনেডি। বুর্জোয়া শক্তির বিরুদ্ধে ফিদেলদের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমশ দূরত্ব তৈরি হয় কমিউনিস্ট কিউবার।

ছবি- টুইটার

১৯৮২ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান কিউবাকে ‘স্পনসর অব টেররিজ়মের’ তকমা দেন। এরপর সোভিয়েত ইউনিয়নের পতন, তবু উঠে দাঁড়াতে সক্ষম কিউবা। আমেরিক-কিউবা সম্পর্কের তখনও কোনও উন্নতি সাধনের সম্ভাবনা নেই। ২০১৪ সালের ১৭ ডিসেম্বর, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট ফিদেলের ভাই রাউল কাস্ত্রো ঘোষণা করেন, দুই দেশের মধ্যে সম্পর্কে উন্নতি সাধনে তাঁরা কাজ করবেন।

ছবি- টুইটার

২০১৫ সালে ‘স্টেট স্পনসর টেররিজ়মের’ তালিকা থেকে কিউবার নাম বাদ দেন বারাক ওবামা। ২০১৫ সালে ফের দুই দেশে দূতাবাস খোলে। সেই বছরই আমেরিকায় রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেন ওবামা। ২০১৬ সালে প্রথম কিউবায় আসেন বারাক ওবামা। এটাই ছিল ৯০ বছরে কোনও মার্কিন প্রেসিডেন্টের প্রথম কিউবা সফর। কিউবার মাটিতে দাঁড়িয়ে সেই বার বক্তব্য রাখেন ডেমোক্র্যাট বারাক ওবামা।

ক্রমেই যখন কিউবা-আমেরিকা সম্পর্কের বরফ গলছে তখনই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে আসেন ট্রাম্প। বারাক ওবামার বিপরীত স্রোতে হেঁটে কিউবার উপর একাধিক বিধি নিষেধ আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। ফের অবনতি হয় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের। আর শেষবেলায় কিউবাকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে গেলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: আগেই বিতাড়িত ট্রাম্প! ৭০ হাজার ভক্তের অ্যাকাউন্টও বন্ধ করল টুইটার

কয়েকদিন পর মার্কিন মসনদে বসবেন ওবামা ঘনিষ্ঠ ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তিনি ক্ষমতায় আসার স্রেফ ৯ দিন আগে ফের কিউবাকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে কার্যত আরও একবার নিজের অভিসন্ধি স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। তবে জো বাইডেন ক্ষমতায় এলে এই সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলেও মনে করছে কূটনৈতিক মহল।