USA Investment: লক্ষ্য চিনের প্রভাব কমানো, শ্রীলঙ্কায় আদানির বন্দরে বিনিয়োগ করবে আমেরিকা
শ্রীলঙ্কার বন্দরের উপর গত কয়েক বছর ধরেই নজর রয়েছে চিনের। দক্ষিণ এশিয়ায় চিনের প্রভাব খর্ব করতেই আমেরিকা এই বিনিয়োগ করতে চলেছে বলে জানা গিয়েছে। দক্ষিণ এশিয়ায় চিনের প্রভাব খর্ব করা নিয়ে আমেরিকা পাশে পাচ্ছে নয়াদিল্লিকে। তাই ভারতীয় সংস্থার তৈরি বন্দরে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ৫৫ কোটি ৩০ লক্ষ ডলার বিনিয়োগ আমেরিকা করবে বলে জানা গিয়েছে।

ওয়াশিংটন: ভারতীয় শিল্পপতি গৌতম আদানির সংস্থা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি বন্দর তৈরি করছে। সেই বন্দরের টার্মিনাল গড়তে বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে আমেরিকা। শ্রীলঙ্কার বন্দরের উপর গত কয়েক বছর ধরেই নজর রয়েছে চিনের। দক্ষিণ এশিয়ায় চিনের প্রভাব খর্ব করতেই আমেরিকা এই বিনিয়োগ করতে চলেছে বলে জানা গিয়েছে। দক্ষিণ এশিয়ায় চিনের প্রভাব খর্ব করা নিয়ে আমেরিকা পাশে পাচ্ছে নয়াদিল্লিকে। তাই ভারতীয় সংস্থার তৈরি বন্দরে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ৫৫ কোটি ৩০ লক্ষ ডলার বিনিয়োগ আমেরিকা করবে বলে জানা গিয়েছে।
চিন অতীতে শ্রীলঙ্কার একাধিক পরিকাঠামোয় বিনিয়োগ করেছিল। শ্রীলঙ্কার বন্দর বানাতেও লগ্নি করেছিল বেজিং। এ জন্য শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছিল চিন। সেই ঋণের ফাঁদে পড়ে রীতিমতো ধসে যায় এই দ্বীপরাষ্ট্রের অর্থনীতি। এ বছরের শুরুতেই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল সে দেশে। এর পর ভারত-সহ একাধিক দেশ শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য করেছে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য। এই পরিস্থিতিতে কাজে লাগিয়ে চিনের ছায়া থেকে মুক্ত করে শ্রীলঙ্কাকে কাছে টানার চেষ্টা করেছে ভারত। সেই কাজেই এ বার এগিয়ে এলে আমেরিকা।
আমেরিকার ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন এই লগ্নি করবে। সাম্প্রতিক কালে এটিই মার্কিন সরকারের এশিয়ায় সবথেকে বড় লগ্নি। কলম্বোর বন্দরের ওয়েস্ট কন্টেনার টার্মিনালে এই বিনিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এ নিয়ে ডিএফসি এক বিবৃতিতে বলেছে, “এশিয়ার পরিকাঠামোর উন্নয়নে বিনিয়োগ করবে আমেরিকা। এই বিনিয়োগ শ্রীলঙ্কার অর্থনীতির উন্নতিতেই সাহায্য করবে। এই বিনিয়োগ ভারত এবং সংলগ্ন এলাকার অর্থনীতি সংহতিতে সাহায্য করবে।”
