Fact Check: অশান্ত LOCতে চলছে গুলি, যুদ্ধে পাকিস্তানের থেকে বেশি ক্ষতি ভারতের? ফ্যাক্ট চেকে ধরা পড়ল আসল সত্যি
Fact Check: যদিও তা নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পরে সমাজমাধ্যমে। মঞ্জুকোটে রাজৌরিতে লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় তীব্র গোলাগুলি হচ্ছে বলে খবর ছড়ায়। খবর ছড়ায় পির পাঞ্জালে নিয়ন্ত্রণ রাখায় আর্টিলারি ফায়ারিংয়েরও। যদিও এক্স মাধ্যমে ঘুরতে থাকা এই দুই খবরকেই ভুয়ো বলে জানিয়েছে পিআইবি ফ্যাক্ট চেক।

ভারত-পাক অশান্তির আবহে বাড়বাড়ন্ত হয়েছে ভুয়ো খবরের। বেশ কিছু সংস্থা অশান্তি উত্তেজনা ছড়ানোর জন্য এবং নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য অনেকেই বাজারে নানা ভুয়ো খবর ছড়িয়ে দিচ্ছে।
১০ তারিখ বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতির ঘোষণা করে ভারত এবং পাকিস্তান দুই দেশই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানান, আমেরিকার মধ্যস্থতায় দুই দেশ সংঘর্ষ বিরতিতে যেতে সম্মত হয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছিলেন, পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত। কিন্তু তার ৩ ঘণ্টার মধ্যেই বিশ্বাস ভাঙে পাক সেনা। চালায় ড্রোন হামলা এবং গুলি। যদিও সেই সব কিছুকে প্রতিহত করে ভারতীয় সেনা। তবে সেদিনের সেই হামলার পরে নতুন করে আর কোনও অশান্তির ঘটনা ঘটেনি।
যদিও তা নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পরে সমাজমাধ্যমে। মঞ্জুকোটে রাজৌরিতে লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় তীব্র গোলাগুলি হচ্ছে বলে খবর ছড়ায়। খবর ছড়ায় পির পাঞ্জালে নিয়ন্ত্রণ রাখায় আর্টিলারি ফায়ারিংয়েরও। যদিও এক্স মাধ্যমে ঘুরতে থাকা এই দুই খবরকেই ভুয়ো বলে জানিয়েছে পিআইবি ফ্যাক্ট চেক।
🚨Artillery exchange along the LOC❓#PIBFactCheck
▶️These claims are #FALSE
▶️Rumours are being spread to create panic!#IndiaFightsPropaganda pic.twitter.com/vBLsVhi59M
— PIB Fact Check (@PIBFactCheck) May 12, 2025
ভারত-পাকিস্তানের মধ্যে আঘাত প্রত্যাঘাতে পাকিস্তানের বেহাল দশার প্রমাণ বারবার দিয়েছে ভারতীয় সেনা। সংবাদমধ্যমের মুখোমুখি হয়ে ছবি-ভিডিয়ো দেখিয়ে সেনা কর্তারা প্রমাণ দিয়েছেন ভারতের আঘাতে পাকিস্তানের কোথায় কী ক্ষতি হয়েছে। পাকিস্তান যে ভারতের ক্ষতি হওয়ার যে সব দাবি জানিয়েছে তা কতটা মিথ্যে। এ থেকে এটাও স্পষ্ট যে ভারতের সেইরকম কোনও ক্ষতি না হলেও যথেষ্ট আক্রান্ত পাকিস্তান।
🚨An infographic is doing the rounds on social media with @CNN‘s logo#PIBFactCheck
✅This infographic is #fake and part of the propaganda campaign.
✅#CNN never ran any such story or infographic comparing losses #IndiafightsPropaganda pic.twitter.com/srlYVUf3Xu
— PIB Fact Check (@PIBFactCheck) May 12, 2025
অথচ সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কার ক্ষতি হয়েছে তার এক ক্ষতিয়ান। তূল্যমূল্য বিচার করে দেখানো হয়েছে কী ভাবে বিধবস্ত ভারত। বিশেষ এই চার্টটি নাকি প্রকাশ করেছে সংবাদ সংস্থা সিএনএন। যদিও সেই খবরকেও ভুয়ো বলে জানিয়ে দিয়েছে পিআইবি ফ্যাক্ট চেক।
প্রসঙ্গত, বলে রাখা ভাল, সেনা থেকে প্রশাসন বারবার ভুয়ো খবরে বিশ্বাস না করার অনুরোধ করেছেন। এমনকি সংবেদনশীল পরিবেশে ভুল খবর বা তথ্য না ছাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তাই সঠিক সময়ে সত্য খবর আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধ পরিকর আমরাও।





