Whale Gives Birth: সমুদ্রের মধ্যে বাচ্চার জন্ম দিল তিমি, পর্যটকদের ক্যামেরায় বন্দি বিরল দৃশ্য
ক্যালিফোর্নিয়ার ক্যাপ্টেন ডাভে ডলফিন অ্যান্ড হোয়েল সাফারি ওই পর্যটকদের ঘুরতে নিয়ে গিয়েছিল। ওই সংস্থার ইউটিউব অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো।

ক্যালিফোর্নিয়ার ক্যাপ্টেন ডাভে ডলফিন অ্যান্ড হোয়েল সাফারি ওই পর্যটকদের ঘুরতে নিয়ে গিয়েছিল। ওই সংস্থার ইউটিউব অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে জলের মধ্যে কী ভাবে সন্তানের জন্ম দিচ্ছে বিশালাকার তিমি মাছ।
বিষয়টি নিয়ে ওই সংস্থার তরফে লেখা হয়েছে, “তিমি দেখেই আমরা নৌকা ধীরে ধীরে তাঁর কাছে নিয়ে গেলাম। কাছে যেতেই লক্ষ্য করি তিমির অদ্ভূত ব্যবহার। যাত্রীরা জলের মধ্যে লালচে রংও লক্ষ্য করেছিলেন। তখনও সেই সন্তান দেখা যায়নি। আমরা ভেবেছিলাম তিমিটির কোনও আঘাত লেগেছে। বা কোনও শিকারির জন্য এই অবস্থা হয়েছে। তার পরই নবজাতকের দেখা মিলল। এবং নবজাতক ও মা তিমি এক সঙ্গে সাঁতার কাটতে লাগল। তা দেখে পর্যটকরা খুব খুশি হয়েছে। এ রকম দৃশ্য সত্যিই খুব বিরল।”
