
পাকিস্তান– নামটা শুনলেই ৮ থেকে আশি বলে ওঠে সন্ত্রাসবাদের আঁতুরঘর। কিন্তু, বিশ্বজুড়ে যতই মুখোশ খুলে যাক, পাকিস্তান যে পাকিস্তানেই আছে তা সাম্প্রতিক ঘটনাবলিতেই স্পষ্ট হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানের ঘরে ঢুকে ৯ জঙ্গি ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। নিকেশ একশোর বেশি জঙ্গি। খতম কুখ্যাত জঙ্গি মাসুদ আজাহারের পরিবারের ১০ সদস্য। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার। এদিকে মৃত জঙ্গিদের শেষকৃত্যে জঙ্গিদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পাক সেনা।
পাক সেনা কর্তাদের দেখা গিয়েছে জঙ্গি নেতার পাশে। পরনে সামরিক উর্দিও। পাকিস্তানের পতাকায় মুড়ে জঙ্গিদের এক্কেবারে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ সম্মান জানাতে দেখা গিয়েছে। ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই নিন্দার ঝড় গোটা বিশ্বে। এবার গর্জে উঠলেন, প্রখ্যাত ইজরায়েলি-বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী জুডিয়া পার্ল। তিনি আবার একাধারে দার্শনিকও। এক্স হ্যান্ডেলে করলেন পোস্ট। জঙ্গি নেতার পাশে পাক সেনার ছবি শেয়ার করে তিনি লিখছেন, আমি আশা করি এই বিশিষ্ট ব্যক্তিরা আমাদের বলতে পারতেন: “আপনি ঠিক কিসের জন্য শোক করছেন? আপনার সন্তানরা কোন আদর্শকে শ্রদ্ধা করবে? এই মানুষটির কাছ থেকে আপনি কী শিখেছেন?”
একাধিক সূত্রে খবর, যে ছবি ভিডিয়ো সামনে এসেছে তা আসলে ভারতের আক্রমণের পরবর্তী সময়ে লস্কর-ই-তৈবার সদর দফতর মুরিদকে শহরে তোলা হয়েছে। সেখানেই পাক সেনার সঙ্গে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছেন লস্কর কমান্ডার আব্দুল রউফ।