AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina’s Aynaghar: হাসিনার ‘আয়নাঘর’, গায়ে কাঁটা দেওয়া এক কালো কুঠুরি!

Sheikh Hasina's Aynaghar: আয়নাঘর নামটা খুবই সুন্দর। মনে হতে পারে আয়নায় মোড়া যেন রূপকথার কোনও জায়গা। কিন্তু, এই রূপকথাসূলভ নামের আড়ালে লুকিয়ে আছে গুম, অত্যাচার, বিনা বিচারের বছরের পর বছর আটকে রাখার ভয়ানক কাহিনি। হাসিনার আমলে, সাংবাদিক, রাজনৈতিক বিরোধী, সমাজকর্মী, আইনজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী, সেনাকর্তা থেকে শুরু করে, বহু মানুষকে গুম করা হয়েছে। বিনা বিচারে আটকে রাখা হয়েছে এখানে।

Sheikh Hasina's Aynaghar: হাসিনার 'আয়নাঘর', গায়ে কাঁটা দেওয়া এক কালো কুঠুরি!
প্রতীকী ছবি Image Credit: TV9 Bangla
| Updated on: Aug 12, 2024 | 2:54 PM
Share

২০১৬ সালের মে মাস। বাংলাদেশের গাজীপুরে একটি গাড়ির মেরামতের দোকানে বসেছিলেন শেখ মহম্মদ সেলিম। কাজের সূত্রে থাকতেন মালয়েশিয়ায়। বাংলাদেশে ফিরেছিলেন বিয়ে করতে। পরিবারের বাস-গাড়ির ব্যবসা। আচমকা ২৯ মে সকালে ওই গাড়ি সারাইয়ের দোকান থেকে তাঁকে একটি বাসে করে তুলে নিয়ে গিয়েছিল ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি। তাঁর হাত বাঁধা হয়েছিল পিছমোড়া করে, চোখও কাপড় দিয়ে বেঁধে তার উপর পরিয়ে দেওয়া হয়েছিল একটি কালো টুপি। ফলে, সেলিমের কোনও ধারণাই ছিল না, কারা তাঁকে ধরেছেন, কেন তাঁকে ধরা হয়েছে, বা, তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে, হাসিনুর রহমানের গল্পটা ছিল অনেকটাই আলাদা। তিনি ছিলেন বাংলাদেশ সেনার এক প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল। সামরিক বাহিনীতে বীরত্বের জন্য পেয়েছিলেন ‘বীর প্রতীক’ খেতাবও। ২০১২ সালে ২৮ বছর চাকরি শেষে তাঁকে ‘সন্ত্রাসবাদে জড়িত থাকা’র দায়ে বরখাস্ত করা হয়েছিল। এরপর, ২০১৮ সালে তাঁকে ধরে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা। দুজনকেই আলাদা আলাদা সময়ে, ভিন্ন ভিন্ন অভিযোগে আটক করা হয়েছিল। তবে, তাঁদের গন্তব্য ছিল অভিন্ন, ‘আয়নাঘর’। আয়নাঘরে ঢোকার পর থেকে দীর্ঘদিন...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন