AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Volodymyr Zelensky: পুতিনকে নিয়ে তাঁর প্রিয় ‘জোক’ কী? জবাবে প্রাক্তন কমিডিয়ান জ়েলেনস্কি হালকা হেসে বললেন…

Russia-Ukraine: বুধবার রাশিয়াতে সামরিক গতিবিধি শুরুর নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের নির্দেশ ঘিরে ইতিমধ্যেই সেদেশে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে।

Volodymyr Zelensky: পুতিনকে নিয়ে তাঁর প্রিয় 'জোক' কী? জবাবে প্রাক্তন কমিডিয়ান জ়েলেনস্কি হালকা হেসে বললেন...
ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Sep 23, 2022 | 2:10 PM
Share

কিয়েভ: ৭ মাস ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। ইউরোপের এই যুদ্ধের জন্য গোটা বিশ্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিও একাধিকবার এই যুদ্ধ নিয়ে পুতিনকে কাঠগড়ায় তুলেছেন। সম্প্রতি জ়েলেনস্কিকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, পুতিনকে নিয়ে তাঁর প্রিয় জোক কী? জবাবে প্রাক্তন কমিডিয়ান বলেন এই প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি নন। স্মিত হেসে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আপনার হয়তো হাসবেন, কিন্তু রাশিয়াতে তারা কাঁদে। সেই কারণে এই নিয়ে কথা না বলাই ভাল।” জ়েলেনস্কির এই সাক্ষাৎকারের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং টেলিগ্রাম মারফত ছড়িয়ে পড়েছে।

বুধবার রাশিয়াতে সামরিক গতিবিধি শুরুর নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের নির্দেশ ঘিরে ইতিমধ্যেই সেদেশে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই নিয়ে এবার মুখ খুললেন জ়েলেনস্কি। পুতিনের নির্দেশের বিরুদ্ধে রাশিয়ানদের সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইতিমধ্যেই পুতিনের নির্দেশ নিয়ে রাশিয়াতে বিক্ষোভ-আন্দোলন চলছে, অনেক বিক্ষোভকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

সাক্ষাৎকারে জ়েলেনস্কিকে জিজ্ঞেস করা হয়েছিল, পুতিন সরকারে পতন হলেই কি ইউক্রেনের যুদ্ধ শেষ হবে? জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “যুদ্ধের সঙ্গে পুতিন সরকারের পতনকে সংযুক্ত করার পক্ষপাতী আমি নই। রাশিয়ার সাধারণ জনগণ মনে করলে অবশ্যই পুতিন সরকারের পতন হবে। তবে এই নিয়ে আমরা আগ্রহী নই। কোনও ব্যক্তিকে নিয়ে প্রশ্ন নয়, দর্শন ও সেদেশের শাসন ব্যবস্থা প্রশ্নের মুখে। যদি তারা নিজেদের মতাদর্শ পরিবর্তন না করে তবে তাদেরকেই এক সময় সমস্যার মুখে পড়তে হবে।”