Volodymyr Zelensky: পুতিনকে নিয়ে তাঁর প্রিয় ‘জোক’ কী? জবাবে প্রাক্তন কমিডিয়ান জ়েলেনস্কি হালকা হেসে বললেন…
Russia-Ukraine: বুধবার রাশিয়াতে সামরিক গতিবিধি শুরুর নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের নির্দেশ ঘিরে ইতিমধ্যেই সেদেশে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার রাশিয়াতে সামরিক গতিবিধি শুরুর নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের নির্দেশ ঘিরে ইতিমধ্যেই সেদেশে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই নিয়ে এবার মুখ খুললেন জ়েলেনস্কি। পুতিনের নির্দেশের বিরুদ্ধে রাশিয়ানদের সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইতিমধ্যেই পুতিনের নির্দেশ নিয়ে রাশিয়াতে বিক্ষোভ-আন্দোলন চলছে, অনেক বিক্ষোভকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
সাক্ষাৎকারে জ়েলেনস্কিকে জিজ্ঞেস করা হয়েছিল, পুতিন সরকারে পতন হলেই কি ইউক্রেনের যুদ্ধ শেষ হবে? জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “যুদ্ধের সঙ্গে পুতিন সরকারের পতনকে সংযুক্ত করার পক্ষপাতী আমি নই। রাশিয়ার সাধারণ জনগণ মনে করলে অবশ্যই পুতিন সরকারের পতন হবে। তবে এই নিয়ে আমরা আগ্রহী নই। কোনও ব্যক্তিকে নিয়ে প্রশ্ন নয়, দর্শন ও সেদেশের শাসন ব্যবস্থা প্রশ্নের মুখে। যদি তারা নিজেদের মতাদর্শ পরিবর্তন না করে তবে তাদেরকেই এক সময় সমস্যার মুখে পড়তে হবে।”
