Henley Passport Index 2024: বিশ্বের শক্তিশালী পাসপোর্ট এই সব দেশের… ভারতের স্থান কোথায়

এই তালিকার উপরের দিকে কোনও দেশের পাসপোর্ট থাকার অর্থ সেই পাসপোর্ট তত শক্তিশালী। সেই সব দেশের নাগরিকরা ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভালে পৌঁছে যেতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে। ২০২৪ সালের এই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেনের পাসপোর্ট।

Henley Passport Index 2024: বিশ্বের শক্তিশালী পাসপোর্ট এই সব দেশের... ভারতের স্থান কোথায়
ভারতীয় পাসপোর্টImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 11, 2024 | 1:07 PM

লন্ডন: বিশ্বের বিভিন্ন দেশেই পাসপোর্ট পরিষেবা রয়েছে। অন্য দেশে গেলে পরিচয়পত্রের কাজ করে তা। কিন্তু বিশ্বের সব দেশের পাসপোর্টের মান এক নয়। লন্ডন নির্ভর উপদেষ্টা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স তৈরি করে পাসপোর্ট ইনডেক্স। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) -এর থেকে তথ্য নিয়েই এই তালিকা প্রস্তুত করা হয়ে। এই তালিকার উপরের দিকে কোনও দেশের পাসপোর্ট থাকার অর্থ সেই পাসপোর্ট তত শক্তিশালী। সেই সব দেশের নাগরিকরা ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভালে পৌঁছে যেতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে। ২০২৪ সালের এই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেনের পাসপোর্ট। এই দেশের নাগরিকরা বিশ্বের ১৯৪টি গন্তব্য যেতে পারবেন ভিসা ছাড়া।

শক্তিশালী পাসপোর্ট তালিকার একেবারে শীর্ষে থাকা দেশ গুলির মধ্যে ইউরোপের দেশগুলির জয়জয়কার। এশিয়ার মাত্র ২টি দেশ, জাপান ও সিঙ্গাপুরের ঠাঁই হয়েছে সেখানে। গত পাঁচ বছর ধরেই এই স্থান ধরে রেখেছে এশিয়ার দুই দেশ। শক্তিশালী পাসপোর্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া। এই সব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে যেতে পারবেন ভিসা ছাড়া। এর পর তৃতীয় স্থানেম অস্ট্রিয়া, ডেনমার্ক এবং নেদারল্যান্ড। এর পর চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুুগাল এবং ব্রিটেন। মালটা, গ্রিস এবং সুইজারল্যান্ড পঞ্চম স্থানে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্রম তালিকায় উন্নতি হয়েছে। পোল্যান্ডের সঙ্গে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। আমেরিকা, কানাডা এবং হাঙ্গেরি রয়েছে সপ্তম স্থানে।

তবে পাসপোর্টের শক্তির নিরিখে কিছুটা পিছিয়ে রয়েছে ভারত। আমাদের দেশের পাসপোর্টের ক্রমতালিকায় স্থান ৮০। ভিসা ছাড়া ৬২ দেশে ঘুরতে পারবেন ভারতীয়রা। সেখানে পাকিস্তানের স্থান ১০১ এবং আফগানিস্তান রয়েছে একেবারের নীচের সারিতে।