রয়েছে আত্মীয়তা, জানেন বাংলাদেশের সেনাপ্রধানের সম্পর্কে কে হন শেখ হাসিনা
Bangladesh Army Chief: মূলত পদাতিক বাহিনীরই সদস্য ছিলেন তিনি। ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন, ইনডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড, ইনফ্যান্ট্রি ডিভিশনের সদস্য থেকেছেন তিনি। এছাড়া স্কুল অব ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স ও সেনা হেডকোয়ার্টারেও দায়িত্বরত ছিলেন।

নয়া দিল্লি: আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরেই। সংরক্ষণের বিরুদ্ধে পথে নেমেছিলেন বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র। নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে প্রাণ দিতেও পিছপা হননি তাঁরা। কিন্তু গত ৪৮ ঘণ্টায় যেভাবে মৃত্যু বেড়েছে, তাতে উদ্বেগ তৈরি হয় সব মহলে। তারই মধ্যে পুরো পরিস্থিতির মোড় ঘুরে যায় সোমবার সকালে। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা ও তাঁর বোন রেহানা। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। জনতার উদ্দেশে বলেছেন, ‘আমি সব ভার কাঁধে নিচ্ছি।’
প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর আপাতত বাংলাদেশের সব দায়িত্ব সেনা প্রধানের কাঁধে। কে এই জেনারেল ওয়াকার-উজ-জামান?
সেনা হিসেবে প্রায় চার দশক ধরে কাজ করছেন তিনি। দু’বছর ধরে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষাবাহিনীতেও ছিলেন তিনি। মাত্র ২ মাস আগে, গত জুন মাসে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। প্রাক্তন জেনারেল এসএম সইফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব নেন তিনি। বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে দায়িত্ব সামলেছেন তিনি।
মূলত পদাতিক বাহিনীরই সদস্য ছিলেন তিনি। ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন, ইনডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড, ইনফ্যান্ট্রি ডিভিশনের সদস্য থেকেছেন তিনি। এছাড়া স্কুল অব ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স ও সেনা হেডকোয়ার্টারেও দায়িত্বরত ছিলেন।
বাংলাদেশের মিলিটারি অ্যাকাডেমিতে পাঠ নেন ওয়াকার-উজ-জামান। পরবর্তীতে মীরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, জয়েন্ট সার্ভিস কমান্ড ও ইউকে-র স্টাফ কলেজে পড়াশোনা করেন তিনি। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ও লন্ডনের কিংস কলেজে প্রতিরক্ষা নিয়ে পড়াশোনা করেন ওয়াকার-উজ-জামান। বাংলাদেশে সেনাবাহিনীতে দক্ষতার জন্য একাধিক মেডাল পেয়েছেন তিনি।
এদিকে ওয়াকার উজ-জামানের সঙ্গে হাসিনার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জেনারেল মুস্তাফিজুর রহমানের কন্যা বেগম শারহনাজ কমলিকা রহমানের স্বামী ওয়াকার উজ-জামান। মুস্তাফিজুর রহমান ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ সেনার চিফ অব আর্মি স্টাফ ছিলেন। এই মুস্তাফিজুর আবার শেখ হাসিনার সম্পর্কে কাকা। অর্থাৎ হাসিনার খুড়তুতো বোন শারহনাজ কমলিকা রহমানের স্বামী ওয়াকার উজ-জামান।
আপাতত সেই সেনাপ্রধানই বাংলাদেশের দায়িত্ব সামলাবেন। অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি, তিনি আশ্বাস দিয়েছেন, প্রতিটি মৃত্যুর বিচার হবে।
