Hafiz Gul Bahadur: কে হাফিজ গুল বাহাদুর? কেন তিনি পাকিস্তানের মাথাব্যথার কারণ
সীমান্ত পেরিয়ে আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মূলত বাহাদুর জঙ্গি সংগঠনকেই নিশানা বানিয়েছে পাক সেনাবাহিনী। তালিবানের এই শাখাকে ‘খারাপ’ বলে মনে করে পাকিস্তান। যদিও তালিবানের যে অংশ পাকিস্তানে আক্রমণ করে না, ইসলামাবাদের চোখে তাঁরা ‘ভালো তালিবান’।
ইসলামাবাদ: সন্ত্রাস সীমানা মানে না। বিভিন্ন জঙ্গি সংগঠনের সন্ত্রাস বিশ্বের বিভিন্ন দেশেই হিংসাত্মক পরিস্থিতির তৈরি করে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে একাধিকবার জঙ্গিদের মদত এবং আশ্রয় দেওয়ার অভিযোদগ উঠেছে। আবার পাকিস্তানের অপর প্রতিবেশী আফগানিস্তানও তালিবানদের দখলে গিয়েছে কয়েক বছর আগেই। বিভিন্ন জঙ্গি কার্যকলাপের জন্য দুর্নাম রয়েছে তালিবানদের। কিন্তু সেই তালিবানদের মধ্যেই ভালো-খারাপ বিভাগ করল পাকিস্তান। এর পরই প্রশ্ন উঠছে জঙ্গিবাদের আবার ভালো খারাপ কী? অবশ্য জঙ্গিদের মদত দিয়ে অভ্যস্ত পাকিস্তানের থেকে এর বেশি আশা কাম্য নয় বলেও মত বিশেষজ্ঞদের।
সীমান্ত পেরিয়ে আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মূলত বাহাদুর জঙ্গি সংগঠনকেই নিশানা বানিয়েছে পাক সেনাবাহিনী। তালিবানের এই শাখাকে ‘খারাপ’ বলে মনে করে পাকিস্তান। যদিও তালিবানের যে অংশ পাকিস্তানে আক্রমণ করে না, ইসলামাবাদের চোখে তাঁরা ‘ভালো তালিবান’।
হাফিজ গুল বাহাদুর কে?
পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাফিজ গুল বাহাদুরের জন্ম উত্তর ওজারিস্তানে। আফগানিস্তানের সীমান্তে অবস্থিত পাকিস্তানের এই প্রদেশ। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরিক ইপির বংশধর বাহাদুর। তাঁর প্রথম জীবনের কথা জানা না গেলেও ছাত্র আন্দোলনের হাত ধরেই তাঁর রাজনীতির আঙিনায় প্রবেশ। কিন্তু ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন সেনা হামলা করলে অনেক তালিবান পাক সীমান্তে আশ্রয় নিয়েছিল। পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকা ওজারিস্তানেই আশ্রয় নিয়েছিল। বাহাদুর এই আশ্রয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন বলে জানা যায়।
সেই সময় থেকে পাকিস্তান সরকার দমননীতি শুরু করলে বিদ্রোহ ঘোষণা করে বাহাদুরের বাহিনী। এমনকি পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের উপরও হামলাও চালিয়েছিল তাঁরা। এর পর পাকিস্তান ওই এলাকায় সেনা অভিযান শুরু করে। এর পর পাকিস্তানের সঙ্গে শান্তিচুক্তি হলেও তা ফলপ্রসু হয়নি। এমনতি তালিবানদের সঙ্গেও সখ্যতা বাড়ে বাহাদুর বাহিনীর। তালিবানদের হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। বর্তমানে আফগান সীমান্ত থেকেই পাক বিরোধী অভিযান চালায় বাহাদুর গ্রুপ। তাই তাঁদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে নেমেছে পাকবাহিনী। এই প্রসঙ্গেই তালিবানের মধ্যে ভালো ও খারাপ চিহ্নিত করল পাকিস্তান।