AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tahawwur Rana Extradiction: ভারতে ‘ফেরায়’ ভয়! ‘ওরা অত্যাচার করবে’, বলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ মুম্বই হামলার মূলচক্রী

Tahawwur Rana Extradiction: উল্লেখ্য, জঙ্গি-যোগের মামলায় আপাতত আমেরিকার লস এঞ্জেলসের জেলেই বন্দি রয়েছেন তাহাউর রানা। জেল সূত্রে খবর, বয়সের জেরে নানারকম শারীরিক ব্যাধীতে ভুগছেন এই লস্কর-ই-তৈবার সদস্য।

Tahawwur Rana Extradiction: ভারতে 'ফেরায়' ভয়! 'ওরা অত্যাচার করবে', বলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ মুম্বই হামলার মূলচক্রী
মূল অভিযুক্ত তাহাউর রানাImage Credit: Getty Image
| Updated on: Mar 06, 2025 | 1:53 PM
Share

ওয়াশিংটন: সাম্প্রতিককালে, ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। খুব শীঘ্রই হয়তো সেই অনুমতির ভিত্তিতে এই পাকিস্তানি বংশোদ্ভূত জঙ্গিকে হাতেও পেতে পারে দিল্লির সাউথ ব্লক। কিন্তু তার আগেই ভারতে ‘প্রত্যাপর্ণের’ আয়োজনকে যেনতেন ভাবে ভেস্তে দিতে চাইছেন অভিযুক্ত তাহাউর রানা।

এদিন ভারতে প্রত্যাপর্ণের মামলায় স্থগিতাদেশ টানার আর্জি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানা। ইন্ডিয়া টুডের প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, রানার দাবি, ‘যেহেতু তিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত, সেহেতু তাকে ভারতে পাঠানো হলে তার উপর অত্যাচার করা হবে।’

উল্লেখ্য, জঙ্গি-যোগের মামলায় আপাতত আমেরিকার লস এঞ্জেলসের জেলেই বন্দি রয়েছেন তাহাউর রানা। জেল সূত্রে খবর, বয়সের জেরে নানারকম শারীরিক ব্যাধীতে ভুগছেন এই লস্কর-ই-তৈবার সদস্য। এমনকি, মার্কিন শীর্ষ আদালতকেও তিনি জানিয়েছেন, হৃদজনিত কিছু সমস্যা-সহ পারকিনসনসের মতো রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। এমনকি, সম্প্রতি তাঁর শরীরে নাকি ক্যান্সারও ধরা পড়েছে। আর এই সকল রোগকে ‘হাতিয়ার’ করেই যেন ভারতে প্রত্যাপর্ণের প্রস্তুতিকে পণ্ড করতে চাইছেন তাহাউর।

বিচারপ্রক্রিয়া চলাকালীনও এজলাসে হাজির হওয়া এড়াতে এই একই ‘হাতিয়ার’ ব্যবহার করেছিলেন তাহাউরের আইনজীবীরা। তারা যুক্তি দিয়েছিলেন, নানা রোগে আক্রান্ত থাকার কারণে সরাসরি এজলাসে হাজিরা দিতে পারছেন না তিনি। এবার প্রত্যাপর্ণের প্রস্তুতি যখন তুঙ্গে, সেই সময় পুরনো চালেই মাত দিতে চাইছেন তাহাউর।

প্রসঙ্গত, এর আগেও ভারতের প্রত্যাপর্ণের নির্দেশ নিয়ে মার্কিন আদালতে পুনর্বিবেচনার আবেদন করেছিলেন অভিযুক্ত। কিন্তু তার সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত। গত মাসেই আবার মোদী যখন আমেরিকা সফরে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে তখন তাহাউরের প্রত্যাপর্ণ নিয়ে আশ্বাস দিয়েছিলেন খোদ ট্রাম্পও।