Lottery Ticket: প্রতি মাসে ১০ লাখ করে ৩০ বছর, লটারির টিকিট কেটে হাতে এল জ্যাকপট
Lottery Ticket: ১০ পাউন্ড করে প্রতি মাসে, আগামী ৩০ বছরের জন্য। সব মিলিয়ে হিসেব কষলে অঙ্কটা দাঁড়ায় ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ কোটি ২২ লাখ টাকারও বেশি। লটারি জেতার পর বাকি জীবনটা স্বামীর সঙ্গে নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে আরাম করে কাটাতে চান বৃদ্ধা ডরিস।
লন্ডন: লটারির টিকিট কাটেন? ভাগ্য ফেরানোর কথা ভাবেন? এক কোটি, দু’কোটি, পাঁচ কোটি… কত দূর ভাবতে পারেন আপনি? আপনার সব কল্পনাশক্তিকে ভেঙে দেবে এই লটারির পুরস্কারমূল্য। প্রতি মাসে ১০ লাখ ৩৪ হাজার টাকা করে আগামী ৩০ বছর পর্যন্ত। একবার হিসেব কষে দেখুন তো। প্রতি বছরে এক কোটির টাকারও বেশি। আর ৩০ বছর পেরিয়ে এই অঙ্ক হবে ৩৭ কোটি টাকার থেকেও বেশি। আর এই জ্যাকপট জিতে নিয়েছেন ব্রিটেনের সত্তর বছর বয়সি এক বৃদ্ধা। নাম ডরিস স্ট্যানব্রিজ। রাতারাতি ভাগ্যের চাকা ফিরে গেল দক্ষিণ পশ্চিম লন্ডনের এই স্ট্যানব্রিজ দম্পতির।
কীভাবে এই লটারি তিনি জিতলেন তাও এক মজার কাহিনি। অগস্ট মাসের কথা। নিজের বাড়িতেই রান্নাঘরে কাজ করছিলেন বৃদ্ধা। সেই সময় তাঁর গায়ে উঠে যায় একটি ‘মানি স্পাইডার’। লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন জায়গায় এই মাকড়সা আকছার দেখা যায়। খুবই সাধারণ একটি মাকড়সা। কিন্তু এদের নিয়ে অনেক কুসংস্কার রয়েছে সেখানকার মানুষজনের মনে। লোকজন বলে, এই মাকড়সা গায়ে বা মাথায় বসলে নাকি অর্থযোগ একেবারে নিশ্চিত। অনেকে আবার মনে করেন, নতুন জামাকাপড় আসবে এই মাকড়সা গায়ে বসলে। যাই হোক না কেন, এই মাকড়সা মানুষের জীবনে সৌভাগ্য নিয়ে আসে বলে একটি প্রচলিত ধারণা আছে মানুষের মনে। যদিও এর কোনও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই।
সেই কুসংস্কার থেকেই বৃদ্ধা অনলাইনে মোবাইল অ্যাপ থেকে ন্যাশনাল লটারির টিকিট কেটে ফেলেন। ‘সেট ফর লাইফ’ লটারির টিকিট। তারপর সম্প্রতি তাঁর ৭০তম জন্মদিনে একটি ইমেল আসে তাঁর কাছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়ত ১০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লাখ ৩৪ হাজার টাকা) জিতেছেন। কিন্তু ইমেল খুলে পুরোটা পড়তেই একেবারে চোখ ছানাবড়া। ১০ পাউন্ড করে প্রতি মাসে, আগামী ৩০ বছরের জন্য। সব মিলিয়ে হিসেব কষলে অঙ্কটা দাঁড়ায় ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ কোটি ২২ লাখ টাকারও বেশি।
ব্রিটেনের সারে শহরের ডর্কিং-এ স্বামীর সঙ্গে থাকেন বৃদ্ধা। স্বামীর বয়স ৬৬ বছর। লটারি জেতার পর বাকি জীবনটা স্বামীর সঙ্গে নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে আরাম করে কাটাতে চান বৃদ্ধা ডরিস।