Bizarre Relation: মায়ের পেটে সৎছেলের সন্তান! এ বার দ্বিতীয় সন্তানের মা হবেন
Mother marry Stepson: সৎছেলেকে বিয়ের করার পর দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তিনি জানিয়েছেন শীঘ্রই সৎছেলের দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন।

মস্কো: প্রেম বাধা মানে না। প্রেমের টানে অনেকেই এমন সম্পর্ক গড়ে তোলেন যা নিয়ে সমাজে আলোচনা হয় বিস্তর। ২ বছর আগে সে রকমই এক সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছিল বিস্তর। এক সোশ্যাল মিডিয়া ইনল্ফুয়েন্সর মহিলা নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন বছর দুয়েক আগে। তখন তাঁর বয়স ছিল ৩৫ বছর। স্বামীকে ছেড়ে তিনি বিয়ে করেছিলেন নিজের সৎ ছেলেকে। সৎ ছেলে তখন ২০ বছর বয়সী। বিয়ের কয়েক দিন পরেই প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন ওই মহিলা। সম্প্রতি সৎছেলের দ্বিতীয় সন্তানেরও মা হবেন তিনি। এই ঘটনার সামনে আসতেই ওই মহিলাকে নিয়ে ফের চর্চায় মেতেছেন নেটিজেনরা।
ওজন ঝরানোর ভিডিয়ো দিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখা ওই মহিলার নাম মারিনা বালমাশেভা। তিনি রাশিয়ার বাসিন্দা। নিজের স্বামীকে ছেড়ে সৎ ছেলে ভ্লাদিমির শাভিরিনকে বিয়ে করেছিলেন তিনি। স্বামীর সঙ্গে প্রায় দেড় দশকের সম্পর্ক ভেঙেছিলেন তিনি। তার পর ২০২০ সালের জুলাই মাসে সৎ ছেলেকে বিয়ে করার কয়েক মাস পরেই তিনি একটি সন্তানের জন্ম দেন। যার বাবা ছিলেন তাঁর সৎ ছেলে। সেই সন্তানের বয়স ২০ মাসে পেরিয়েছে।
সৎছেলেকে বিয়ের করার পর দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তিনি জানিয়েছেন শীঘ্রই সৎছেলের দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন। তা ঘোষণার পর থেকেই তাঁকে নিয়ে চর্চা শুরু করেছেন তাঁর ভক্তকূল। স্বামীকে ছেড়ে ছেলেকে বিয়ে করার জন্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর মুণ্ডপাত করেছেন। তাঁর প্রাক্তন স্বামীও বিষয়টিকে সহজে মেনে নিতে পারেননি। তিনি বলেছেন, “আমার ছেলেকে ভুল বুঝিয়ে বিয়ে করেছে ও। এর আগে আমার ছেলের কোনও প্রেমিকা ছিল। তাঁকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে। আমি যখন ঘুমাতাম তখন আমার ছেলের ঘরে গিয়ে শারীরিক সম্পর্কও করত।”
