AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: পাকিস্তানের পরেই বাংলাদেশ! উত্তাল সময়ে ইউনূসের ‘ভাঁড়ারে’ ৫ হাজার কোটি টাকা

Bangladesh: বৃহস্পতিবার বিশ্বব্যাঙ্ক তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জ্বালানি ও বায়ুদূষণ রোধের খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে। মোট ৬৮ কোটি ডলার দেওয়ার কথা বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।

Bangladesh: পাকিস্তানের পরেই বাংলাদেশ! উত্তাল সময়ে ইউনূসের 'ভাঁড়ারে' ৫ হাজার কোটি টাকা
মহম্মদ ইউনূস।Image Credit: Getty Image
| Updated on: Jun 20, 2025 | 6:09 PM
Share

ঢাকা: অর্থাভাব কি এবার মিটবে বাংলাদেশের? শেখ হাসিনার সরকারের পতন, গণঅভ্যুত্থান। সব মিলিয়ে একেবারে ধসে গিয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি। ওই সময়কালে টানা কয়েক মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল রেমিট্যান্স আসাও। যার জন্য অনেকটাই ধাক্কা খেয়েছিল পদ্মা পাড়ের অর্থনৈতিক অবস্থা।

সাম্প্রতিক কালে ইউনূসের চিন-জাপান সফর ছিল সেই অর্থাভাবকে দূর করে অনুদান টানারই মাধ্যম। সেই সূত্র ধরে বেশ কিছুটা সাহায্যও পেয়েছিলেন তিনি। এবার ইউনূসের পাশে দাঁড়াল বিশ্ব ব্যাঙ্ক। উন্নয়ন খাতে কাদের হাতে ৫ হাজার কোটি টাকা ঋণ তুলে দেবে বলে জানিয়েছে এই অর্থনৈতিক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার বিশ্বব্যাঙ্ক তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জ্বালানি ও বায়ুদূষণ রোধের খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে। মোট ৬৮ কোটি ডলার দেওয়ার কথা বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ৮০০ কোটি টাকার সমান। ভারতীয় মুদ্রায় ৫ হাজারা ৮০০ কোটি টাকা।

বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশের আবহাওয়া ও বাতাসে উন্নয়নের জন্য মোট আড়াই হাজার (ভারতীয় মুদ্রায়) কোটি টাকা দেবে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক। পাশাপাশি, জ্বালানি নিরাপত্তার কাজে দেওয়া হবে আরও তিন হাজার কোটি টাকা। যার মাধ্যমে পেট্রোবাংলা প্রকল্প বাস্তবায়ন করবে তারা।

উল্লেখ্য, ব্রিটেন সফরের আগে জাপানে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেখানে গিয়ে বড় অনুদানের প্রতিশ্রুতি নিয়ে বাড়ি ফেরেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ইউনূসকে বাজেট সহায়তা ও রেল উন্নয়নের জন্য ১৬৩ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনটি সমঝোতা পত্রতেও স্বাক্ষর করে দুই দেশ। একই ভাবে ভারতের সঙ্গে সংঘর্ষ আবহে এই বিশ্বব্যাঙ্কের থেকে ১০০ কোটি টাকা পেয়েছিল পাকিস্তানও।