AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yunus Tarique Rahman Meeting: খালেদার কথা মেনে নিলেন ইউনূস? রমজানের আগেই বাংলাদেশে হতে পারে বড় বদল

Yunus Tarique Rahman Meeting: এদিন দুপুর ২টো নাগাদ লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছে যান ইউনূস। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৩টে অবধি চলে বৈঠক।

Yunus Tarique Rahman Meeting: খালেদার কথা মেনে নিলেন ইউনূস? রমজানের আগেই বাংলাদেশে হতে পারে বড় বদল
তারেকের সঙ্গে ইউনূস
| Updated on: Jun 13, 2025 | 5:20 PM
Share

লন্ডন: ব্রিটেন সফরে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী উপদেষ্টা মহম্মদ ইউনূস। সম্ভাবনা ছিল সেখানে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করবেন তিনি। আর তেমনটাই হল। শুক্রবার বহুদিন ধরে প্রতীক্ষিত বৈঠকের সাক্ষী থাকল আন্তর্জাতিক মহল।

এদিন দুপুর ২টো নাগাদ লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছে যান ইউনূস। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৩টে অবধি চলে বৈঠক।

ঘণ্টাখানেক ব্যাপী এই বৈঠকে কী আলোচনা হল?

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় ইউনূসের প্রশাসনের কর্তারা। যেখানে ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছিলেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিএনপির তরফে ছিলেন আমীর খসরু ও হুমায়ুন কবীর। সাংবাদিকদের উদ্দেশে বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে তারা।

তাতে বলা হয়েছে, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ হয়েছে। যার আলোচনার বিষয়বস্তু পাক খেয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। বৈঠক চলাকালীন ইউনূসকে আগামী বছরের রমজান অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন করানোর প্রস্তাব দিয়েছেন তারেক। তিনি জানিয়েছেন, ‘নির্বাচনের দিনক্ষণ নিয়ে এই সিদ্ধান্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ারও।’

তবে তারেকের দাবিতে কি প্রশ্রয় দিয়েছেন ইউনূস? নির্বাচন নিয়েই যত জ্বালায় পড়েছেন প্রধান উপদেষ্টা। সেনাপ্রধান দিয়েছেন, ডিসেম্বরের ডেডলাইন। এবার পরোক্ষ ভাবে খালেদা জিয়া দিলেন জানুয়ারির ডেডলাইন।

যা শুনে ইউনূস বলেন, এপ্রিলের মধ্যে নির্বাচনের ইচ্ছা রয়েছে। কিন্তু রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ওয়াকিবহাল মহলের দাবি, নির্বাচনী চাপের মুখে পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছে সে। তাই তারেক প্রস্তাব দিতেই চুপচাপ তা মেনে নেন তিনি।