Pranjali Awasthi: ধন্যি মেয়ে! AI কোম্পানি খুলে ষোড়শীতেই ১০০ কোটির মালিক
কম বয়স থেকেই টেকনোলজির বিভিন্ন বিষয়ে প্রভূত জ্ঞান অর্জন করেছে প্রাঞ্জল অবস্তী। তার বাবার কারণেই এত কিছু সে জানতে পেরেছে বলে জানিয়েছে। ইঞ্জিনিয়ার বাবাই তার মনে গড়ে তুলেছেন প্রযুক্তির বিষয়ে আগ্রহ। মাত্র ৭ বছর বয়স থেকেই কোডিং শেখা শুরু করে অবস্তী। মাত্র ১১ বছর বয়সে পরিবারের সঙ্গে ফ্লোরিডায় উড়ে যায়। সেখানেই অঙ্ক ও কম্পিউটারের জগত তার কাছে আরও বেশি করে উন্মুক্ত হয়।
নয়াদিল্লি: ১৬ বছরের ভারতীয় কিশোরী প্রাঞ্জল অবস্তী। ২০২২ সালের জানুয়ারি মাসে নিজের স্টার্ট আপ সংস্থা তৈরি করেছিল সে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স সংক্রান্ত সেই সংস্থা এক বছরের মধ্যেই ১০০ কোটির টাকার সংস্থায় পরিণত হয়েছে। ইতিমধ্যেই ৩.৭ কোটি টাকার ফান্ডিংও পেয়েছে অবস্তীর সংস্থা। মাত্র ১০ জনকে নিয়ে তৈরি করা দলই উদাহরণ তৈরি করেছে ভারতের স্টার্ট আপ বাজারে।
কম বয়স থেকেই টেকনোলজির বিভিন্ন বিষয়ে প্রভূত জ্ঞান অর্জন করেছে প্রাঞ্জল অবস্তী। তার বাবার কারণেই এত কিছু সে জানতে পেরেছে বলে জানিয়েছে। ইঞ্জিনিয়ার বাবাই তার মনে গড়ে তুলেছেন প্রযুক্তির বিষয়ে আগ্রহ। মাত্র ৭ বছর বয়স থেকেই কোডিং শেখা শুরু করে অবস্তী। মাত্র ১১ বছর বয়সে পরিবারের সঙ্গে ফ্লোরিডায় উড়ে যায়। সেখানেই অঙ্ক ও কম্পিউটারের জগত তার কাছে আরও বেশি করে উন্মুক্ত হয়। মাত্র ১৩ বছর বয়স থেকেই ফ্লোরিডা ইন্টারনাল বিশ্ববিদ্যালয়ের মেশিন লার্নিং প্রজেক্টে কাজ করার সুযোগ পায়। স্কুল ভার্চুয়ালি করার কারণে সপ্তাহে ২০ ঘণ্টা ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিল অবস্তী।
এআই স্টার্ট আপ অ্যাক্সিলেটর পুরস্কার ২০২১ সালে জিতেছিল অবস্তী। এর পর ২০২২ সালের জানুয়ারি মাসে নিজের সংস্থা তৈরি করে। তৈরি করে নিজের সংস্থা ডেলভ.এআই। সেই সংস্থার আনুমানিক ভ্যালুয়েশন হয়েছে ১২ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা।