AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

500 Rupee Note, Fact Check: ATM থেকে আর মিলবে না? ৫০০-র নোটের দিন শেষ? রিজার্ভ ব্যাঙ্ক সামনে নিয়ে এল ভয়ঙ্কর তথ্য! জানুন সত্যিটা…

500 Rupee Note in ATM, Fact Check: দেশের সব ব্যাঙ্ককে আরবিআই নির্দেশিকা জারি করেছে যে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৫০০ টাকার নোট তুলে নিতে হবে, যাতে এটিএমে ৫০০ টাকার নোট আর পাওয়া না যায়। এই কথা কি সত্যি?

500 Rupee Note, Fact Check: ATM থেকে আর মিলবে না? ৫০০-র নোটের দিন শেষ? রিজার্ভ ব্যাঙ্ক সামনে নিয়ে এল ভয়ঙ্কর তথ্য! জানুন সত্যিটা...
Image Credit: David Talukdar/Moment/Getty Images
| Updated on: Jul 17, 2025 | 6:55 PM
Share

সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। সেই পোস্টে দাবি করা হয়েছিল দেশের সব ব্যাঙ্ককে আরবিআই নির্দেশিকা জারি করেছে যে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৫০০ টাকার নোট তুলে নিতে হবে, যাতে এটিএমে ৫০০ টাকার নোট আর পাওয়া না যায়।

এবার সেই পোস্টের ফ্যাক্ট চেক করেছে দেশের প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবির ফ্যাক্ট চেক বিভাগ তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও প্ররোচনাময়। এমন কোনও নির্দেশিকা ব্যাঙ্কগুলোকে দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। এমনকি পিআইবি এক্স হ্যান্ডেলে সেই ভুয়ো মেসেজের একটা ছবিও দিয়েছে।

ওই ভুয়ো মেসেজে এটাও বলা হয়েছে যে, এটিএম থেকে আগামীতে সব ৫০০ টাকার নোট তুলে নেওয়া হবে। ও শুধুমাত্র ১০০ এবং ২০০ টাকার নোট পাওয়া যাবে। এর পরিপ্রেক্ষিতে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, যাতে দেশের সমস্ত নাগরিক এই ধরণের প্ররোচনামূলক পোস্ট থেকে দূরে থাকে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এমন কোনও নির্দেশিকা তারা জারি করেনি। ৫০০ টাকার নোট এখনও বৈধ। আর এই তথ্যই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো।