Aadhaar Card নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা, বেঁধে দেওয়া হল সময়

UIDAI: আধার নিয়ামক সংস্থা, ইউআইডিএআই-র তরফে আধার কার্ড আপডেটের কথা বলা হয়েছে। ১০ বছরের পুরনো হলেই আধার কার্ড আপডেট করতে বলা হয়েছে। এর পাশাপাশি আধার কার্ডে কোনও তথ্যে ভুল থাকলে, তাও বিনামূল্যে আপডেট করার সুযোগ দেওয়া হয়েছে।

Aadhaar Card নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা, বেঁধে দেওয়া হল সময়
আধার কার্ড নিয়ে বড় খবর।Image Credit source: Soumyabrata Roy/NurPhoto via Getty Images
Follow Us:
| Updated on: Sep 14, 2024 | 6:27 PM

নয়া দিল্লি: আধার কার্ড (Aadhaar Card) নিয়ে বড় আপডেট। বড় ঘোষণা করল সরকার। বর্তমানে যেকোনও অফিসিয়াল কাজেই প্রয়োজন পড়ে আধার কার্ডের। তাই আধার কার্ড আপডেট থাকা অত্যন্ত জরুরি। এবার আধার কার্ডের আপডেট নিয়েই বড় ঘোষণা করা হল ইউআইডিএআই-র তরফে।

আধার নিয়ামক সংস্থা, ইউআইডিএআই(UIDAI)-র তরফে আধার কার্ড আপডেটের কথা বলা হয়েছে। ১০ বছরের পুরনো হলেই আধার কার্ড আপডেট করতে বলা হয়েছে। এর পাশাপাশি আধার কার্ডে কোনও তথ্যে ভুল থাকলে, তাও বিনামূল্যে আপডেট করার সুযোগ দেওয়া হয়েছে। আজ, ১৪ সেপ্টেম্বরই অনলাইনে আধার কার্ড আপডেটের শেষ তারিখ ছিল। জানানো হয়েছিল, এরপর আধার কার্ড আপডেট করতে গেলে টাকা লাগবে।

তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই সরকার আরও একবার আধার আপডেটের মেয়াদ বাড়াল। আগে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ থাকলেও, এবার সেই মেয়াদ বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হল। ইউআইএডিআই-র তরফে আজই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

১৪ ডিসেম্বরের মধ্যে আধার কার্ড আপডেট না করালে কী হবে?

যাদের আধার কার্ড ১০ বছর আগে তৈরি হয়েছিল, তাদের আধার কার্ড আপডেট করতে বলা হয়েছে। এর জন্য পরিচয়পত্র ও ঠিকানার নথি জমা দিতে হবে। যদি কারোর আধারের তথ্য আপডেট করাতে হয়, যেমন-নাম, ঠিকানা, তবে অনলাইনেই বিনামূল্যে তা আপডেট করা যাবে ১৪ ডিসেম্বরের মধ্যে। এরপর আপডেট করতে হলে, ৫০ টাকা ফি লাগবে।