AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adani Group: এয়ারপোর্টের লাউঞ্জে ‘নো এন্ট্রি’, চিনা সংস্থার সঙ্গে চুক্তি ভাঙল আদানি সংস্থা

Adani Group: ড্রাগন পাস, যার মাধ্যমে বিমানবন্দরের লাউঞ্জে অ্যাক্সেস বা ঢোকা যেত, সেই সম্পর্ক অবিলম্বে ছিন্ন করা হচ্ছে। ড্রাগন পাস থাকা গ্রাহকরা আদানি গ্রুপের বিমানবন্দরের লাউঞ্জে ঢুকতে পারবেন না।

Adani Group: এয়ারপোর্টের লাউঞ্জে 'নো এন্ট্রি', চিনা সংস্থার সঙ্গে চুক্তি ভাঙল আদানি সংস্থা
আদানি সংস্থার বড় সিদ্ধান্ত।Image Credit: TV9 বাংলা
| Updated on: May 16, 2025 | 12:35 PM
Share

নয়া দিল্লি: ভারত-পাকিস্তান সংঘাত আবহে বড় সিদ্ধান্ত আদানি গ্রুপের। আদানি এয়ারপোর্ট জানাল যে চিনা সংস্থা ড্রাগন পাসের সঙ্গে তাদের চুক্তি বাতিল করে দিল। এই চিনা সংস্থা  বিভিন্ন এয়ারপোর্টের লাউঞ্জে বসা, খাওয়া-দাওয়ার সুযোগ দিত। আদানি গ্রুপের সঙ্গে চুক্তি ছিল তাদের। বর্তমান পরিস্থিতিতে চিনা সংস্থার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল আদানি গ্রুপ।

আদানি সংস্থার তরফে জানানো হয়েছে, এবার থেকে আদানি গ্রুপ পরিচালিত বিমানবন্দরগুলিতে লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবে না ড্রাগন পাস থাকা গ্রাহকরা।

আদানি এয়ারপোর্চ হোল্ডিংয়ের মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ড্রাগন পাস, যার মাধ্যমে বিমানবন্দরের লাউঞ্জে অ্যাক্সেস বা ঢোকা যেত, সেই সম্পর্ক অবিলম্বে ছিন্ন করা হচ্ছে। ড্রাগন পাস থাকা গ্রাহকরা আদানি গ্রুপের বিমানবন্দরের লাউঞ্জে ঢুকতে পারবেন না।

তবে এই পরিবর্তন বিমানবন্দরের লাউঞ্জে বা অন্যান্য গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতায় কোনও প্রভাব ফেলবে না। কী কারণে হঠাৎ ড্রাগন পাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আদানি সংস্থা, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত সপ্তাহেই আদানি গ্রুপের ডিজিটাল শাখা, আদানি ডিজিটাল ল্যাব ড্রাগন পাসের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করেছিল।  বিভিন্ন এয়ারপোর্টে গ্রাহকদের লাউঞ্জের সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

মুম্বই, আহমেদাবাদ, লখনউ, জয়পুর, গুয়াহাটি, তিরুবনন্তপুরম ও ম্যাঙ্গালুরু বিমানবন্দর পরিচালনার দায়িত্বে রয়েছে আদানি গ্রুপ। এবার থেকে এই বিমানবন্দরগুলির লাউঞ্জে ড্রাগন পাসের গ্রাহকরা ঢুকতে বা খেতে পারবেন না।

অন্যদিকে, চিনের সংস্থা ড্রাগন পাস হল একটি আন্তর্জাতিক ভ্রমণ পরিষেবা প্রদানকারী সংস্থা, যারা বিশ্বের ১৩০০-রও বেশি বিমানবন্দরের লাউঞ্জে ডিজিটাল অ্যাক্সেস দেয়। এছাড়া বিমানবন্দরে খাওয়া-দাওয়ায় ছাড়, লিম্যুজিন গাড়ি বুকিং সহ একাধিক পরিষেবাও দেয়।