Air India Plane Crash: এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়তেই বড়সড় ক্ষতি ইন্ডিগো-স্পাইসজেটেরও, উবে গেল হাজার হাজার কোটি
Air India Plane Crash: তথ্য বলছে, বাজারে আচমকা ধসের জেরে ইন্ডিগো এবং স্পাইসজেটের বাজার মূলধন কয়েক মুহূর্তের মধ্যে হাজার হাজার কোটি টাকা কমে গিয়েছে। শুধুমাত্র স্পাইসজেটের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ কমেছে।

আমেদাবাদ: চোখের পলকে ঘটে গেল ঘটনাটা। বৃহস্পতিবার দুপুরে ধোঁয়ায় ঢাকল আহমেদাবাদ। দুপুরে আমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানি নগর এলাকায় প্রায় দু’শোর অধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। যার মধ্য়ে প্রায় ১০ জন বিমান কর্মীও ছিলেন। এই খবরেই ভারতের পাশাপাশি গোটা বিশ্বেই শোকের ছায়া। খবরটা সামনে আসার সঙ্গে সঙ্গেই টাটার একাধিক সংস্থার শেয়ারে বড়সড় ধস দেখা যায়। বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে অন্যান্য বিমান সংস্থাগুলিও। বাজার বন্ধের আগেই বড়সড় ক্ষতি ইন্ডিগো, স্পাইসজেটের মতো সংস্থাগুলিরও। এই দু”টি সংস্থার শেয়ারও বড়সড় পতন দেখা যায়।
তথ্য বলছে, বাজারে আচমকা ধসের জেরে ইন্ডিগো এবং স্পাইসজেটের বাজার মূলধন কয়েক মুহূর্তের মধ্যে হাজার হাজার কোটি টাকা কমে গিয়েছে। শুধুমাত্র স্পাইসজেটের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ কমেছে। অন্যদিকে, সবচেয়ে বেশি ক্ষতির ছবি দেখা গিয়েছে ইন্ডিগোর শেয়ারের ক্ষেত্রে। এই সংস্থার শেয়ারের দাম প্রায় ৩.৪ শতাংশ কমে গিয়েছে। দিন শেষে দেখা যাচ্ছে ইন্ডিগোর শেয়ার দর ১৮৭ টাকা কমে ৫ হাজার ৪৪৪ টাকা নেমে গিয়েছে। অন্যদিকে স্পাইসজেটের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ কমে ৪৪ টাকায় পৌঁছে গিয়েছে।
তথ্য এও বলছে, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর এই পতনের জেরে বর্তমানে ইন্ডিগোর বাজার মূলধন ৭,৪৫৮.৪৬ কোটি টাকা কমেছে। স্পাইসজেটের বাজার মূলধন ১৫২.৫৫ কোটি টাকা কমেছে। অন্যদিকে এদিন দিনভর দালাল স্ট্রিটের অবস্থা খুব একটা ভাল ছিল না। দিন শেষে বিমান দুর্ঘটনার হাত ধরে রক্তক্ষরণ যেন আরও তীব্র হয়। বিকেল ৩টেয় বিএসই সেনসেক্স ৮২৩.১৬ পয়েন্ট কমে ৮১,৬৯১.৯৮ এবং এনএসই নিফটি ২৫৩.২০ পয়েন্ট কমে ২৪,৮৮৮.২০ পয়েন্টে দাঁড়িয়েছে।
