AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tata, Air India: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা, কতটা ধাক্কা খাবে টাটা?

Effect On Tata: এই ঘটনায় শুধু যে টাটা গ্রুপের উপর প্রভাব পড়বে এমন নয়। এর প্রভাব পড়বে ভারতের অ্যাভিয়েশন মার্কেটেও।

Tata, Air India: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা, কতটা ধাক্কা খাবে টাটা?
| Updated on: Jun 13, 2025 | 6:10 AM
Share

এয়ার ইন্ডিয়ার ইতিহাসে হয়তো এটাই সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। গুজরাটের আমেদাবাদের কাছে মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং এআই ১৭১ বিমান। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই বিমানে থাকা চালক ও কেবিন ক্রু সহ মোট ২৪২ জনই হয়তো মারা গিয়েছেন। এই বিমান দুর্ঘটনা শুধুমাত্র ভারতের বিমান পরিবহনের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে দাঁড়াল এমন নয়। এর প্রভাব পড়তে পারে এয়ার ইন্ডিয়ার প্রধান অংশীদার টাটা গ্রুপের উপরেও।

১৯৩২ সালে জেআরডি টাটার হাত ধরে পথচলা শুরু করেছিল টাটা এয়ারলাইন্স। পরবর্তীতে স্বাধীনতার পর ১৯৪৮ সালে টাটা এয়ারলাইন্সে নিজেদের অংশীদারিত্ব বাড়ায় সরকার। পরবর্তী জওহরলাল নেহেরুর জমানায় ন্যাশনালাইজ করা হয় টাটা এয়ারলাইন্সকে। তখন তার নাম হয় এয়ার ইন্ডিয়া। পরবর্তীতে ২০২২ সালের ২৭ জানুয়ারি অফিসিয়ালি টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার ৭৪.৯ শতাংশ অংশীদারিত্ব কিনে নেয়। এয়ার ইন্ডিয়ার বাকি ২৫.১ শতাংশের মালিক সিঙ্গাপুর এয়ারলাইন্স।

তবে, এই ঘটনায় শুধু যে টাটা গ্রুপের উপর প্রভাব পড়বে এমন নয়। এর প্রভাব পড়বে ভারতের অ্যাভিয়েশন মার্কেটেও। ইতিমধ্যেই ইন্ডিগো ও স্পাইস জেটের শেয়ারের দাম পড়েছে। এ ছাড়াও পতন দেখা গিয়েছে টাটার একাধিক শেয়ারের দামে। যার মধ্যে রয়েছে টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস, টাটা টেকনোলজিস।

এই দুর্ঘটনায় নিঃসন্দেহে টাটা ব্র্যান্ডের উপর একটা প্রভাব পড়বে। প্রশ্ন উঠতে পারে এয়ার ইন্ডিয়ার অফিসার ও ক্রুদের নিয়েও। আর এতে ধাক্কা খেতে পারে টাটার অন্যান্য ব্যবসার ভাবমূর্তিও।

এয়ার ইন্ডিয়া অধিগ্রহণের পর এই বিমান সংস্থাকে তাদের ভিস্তারা বা এয়ার এশিয়া ইন্ডিয়ার সঙ্গে সংযুক্তিকরণ ও এয়ার ইন্ডিয়ার আধুনিকীকরণের পরিকল্পনা কিছুটা হলেও ধাক্কা খেতে পারে।

তবে, যেহেতু টাটা বললেই সবার প্রথমে আসে বিশ্বাসের জায়গা, তাই আশা করা যায় এই ধাক্কা সংস্থা কাটিয়ে উঠবে। এ ছাড়াও যেহেতু বিভিন্ন ধরণের ব্যবসা রয়েছে টাটা গোষ্ঠীর ফলে সংস্থার অর্থনৈতিক সঙ্কট হয়তো আসবে না। এর আগেও বিভিন্ন ধরণের সমস্যা এসেছে টাটা গোষ্ঠীর সামনে, তারা তা কাটিয়ে উঠেছে। আর এবারেও এই ধাক্কা কাটিয়ে উঠবে টাটা, আশা করা যায়।

ঘটনায় শোকস্তব্ধ এয়ার ইন্ডিয়া ও টাটা গ্রুপ। ক্ষতিগ্রস্ত সকলের পাশে সংস্থা, টুইট করে এমনই জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান, এন চন্দ্রশেখরণ। এ ছাড়াও প্রত্যেক মৃতের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেবে টাটা, জানিয়েছেন তিনি।