Ayushman Bharat Scheme: আয়ুষ্মান কার্ডে কোথায়, কত টাকার চিকিৎসা মিলবে জানুন

Ayushman card: প্রধানমন্ত্রী জন আরোগ্য প্রকল্পের অধীনে দেশের সরকারি হাসপাতালে করোনা, ক্যান্সার, কিডনি, হার্ট, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডায়ালাইসিস, হাঁটু ও নিতম্ব প্রতিস্থাপন, বন্ধ্যাত্ব, ছানি এবং অন্যান্য চিহ্নিত গুরুতর রোগের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

Ayushman Bharat Scheme: আয়ুষ্মান কার্ডে কোথায়, কত টাকার চিকিৎসা মিলবে জানুন
আয়ুষ্মান কার্ড।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 12:27 AM

নয়া দিল্লি: করোনার পর থেকে মানুষের মধ্যে নানা ধরনের রোগ বাড়ছে। যার চিকিৎসা সমাজের সকলের নাগালের মধ্যে নেই। এছাড়া ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগের প্রাদুর্ভাব বাড়ায় জনমানসে চিকিৎসা ও চিকিৎসার খরচ নিয়ে আতঙ্ক বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রত্যেকের চিকিৎসা সহজতর করতে নরেন্দ্র মোদীর সরকার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের অধীনে দরিদ্র শ্রেণীর লোকেরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। তবে কোন-কোন রোগের চিকিৎসা, কোন হাসপাতালে মিলবে আসুন জেনে নিই।

এসব রোগের বিনামূল্যে চিকিৎসা রয়েছে

প্রধানমন্ত্রী জন আরোগ্য প্রকল্পের অধীনে দেশের সরকারি হাসপাতালে করোনা, ক্যান্সার, কিডনি, হার্ট, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডায়ালাইসিস, হাঁটু ও নিতম্ব প্রতিস্থাপন, বন্ধ্যাত্ব, ছানি এবং অন্যান্য চিহ্নিত গুরুতর রোগের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

কীভাবে হাসপাতাল খুঁজে পাবেন?

আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে প্রথমে আয়ুষ্মান ভারত-এর ওয়েবসাইটে যেতে হবে। এরপরে অসুখ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিতে হবে। যেমন, রোগের নাম, রোগীর মোবাইল নম্বর, ঠিকানা দিয়ে একটি আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর একটি তালিকা আসবে, যেখানে হাসপাতালের নাম এবং ঠিকানা লেখা থাকবে।

কারা এই সুবিধা নিতে পারেন?

কাঁচা বাড়িতে বসবাসকারী, ভূমিহীন, তফসিলি জাতি বা উপজাতি, গ্রামীণ এলাকায় বসবাসকারী, রূপান্তরকামী ও দারিদ্রসীমার নীচে বসবাসকারী লোকেরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে পারেন। শুধুমাত্র এই লোকেদের এই স্কিমের জন্য আবেদন করার অধিকার আছে। এই ক্যাটেগরির মধ্যে এখনও যাঁরা এই স্কিমের আওতায় আসেননি, তাঁরা বাড়ির নিকটতম জনসেবা কেন্দ্রে যেতে পারেন।

আবেদন প্রক্রিয়া

১) আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট mera.pmjay.gov.in-এ লগ-ইন করুন। ২) এবার নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখে রেজিস্ট্রেশন করুন। ৩) রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি দিতে হবে। ৪) এবার একটি নতুন পেজ খুলবে। সেখান থেকে রাজ্য নির্বাচন করুন। ৫) এবার আবেদনপত্রে নাম, মোবাইল নম্বর, রেশন কার্ড এবং অন্যান্য বিবরণ পূরণ করুন। ৬) আবেদনপত্রের আপনি ডান পাশে ফ্যামিলি মেম্বার ট্যাব করুন এবং সমস্ত সুবিধাভোগীদের নাম যোগ করুন। ৭) এবার এটা জমা করুন।

আবেদনপত্রের ভিত্তিতে সরকার অনলাইনে আয়ুষ্মান কার্ড ইস্যু করবে। সেটি ডাউনলোড করতে পারেন এবং পরে যে কোনও জায়গায় ব্যবহার করতে পারেন।