Bank Loan Defaulter: টাকা ফেরাতে এবার কড়া উদ্যোগ এই ব্যাঙ্কগুলোর, আপনার ঋণ আছে নাকি এখানে?
Bank Loan: এই উদ্যোগে আপাতত ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অংশ নিলেও ভবিষ্যতে অন্যান্য ব্যাঙ্কও এই উদ্যোগে অন্তর্ভুক্ত করা হবে বলেই জানা গিয়েছে।

দেশের প্রথম সারির ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবার নিল এক বড় উদ্যোগ। এর মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ বরোদার (BoB) মতো ব্যাঙ্কগুলো। ব্যাঙ্কিং খাতে এই পরিবর্তনের পর ছোট ঋণ আদায়ের মতো কাজ আরও দ্রুত ও স্বচ্ছভাবে করা যাবে বলেই আশা করা হচ্ছে।
এই উদ্যোগে আপাতত ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অংশ নিলেও ভবিষ্যতে অন্যান্য ব্যাঙ্কও এই উদ্যোগে অন্তর্ভুক্ত করা হবে বলেই জানা গিয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে এই ইউনিট পরিচালনা করবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর দ্বারা তৈরি সংস্থা পিএসবি অ্যালায়েন্স প্রাইভেট লিমিটেড। এই সংস্থার লক্ষ্য হবে ৫ কোটি টাকার কম মূল্যের খুচরো ঋণ ও এমএসএমই (MSME) ঋণ পুণরুদ্ধার করা। ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বা NARCL থেকেই এই সংস্থার ধারণা এসেছে বলে মনে করা হচ্ছে।
এই সংস্থা কাজ করলে ক্ষুদ্র ঋণ পুনরুদ্ধারের জটিলতা থেকে মুক্তি মিলবে। কমবে খরচ। ব্যাঙ্কগুলো নিজেদের মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বাড়ানোর সুযোগ পাবে। ঋণ আদায়ে নয়া এই ইউনিট আগামী অর্থবর্ষ থেকেই কাজ শুরু করতে পারে, এমনই লক্ষ্যমাত্রা নিয়েছে PSB Alliance। এই উদ্যোগ সফল হলে ভারতের অর্থনীতিতে খুচরো ও এমএসএমই ঋণ পুনরুদ্ধারে এক যুগান্তকারী পরিবর্তন দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
