Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Holiday: জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দরকারি কাজে ব্য়াঙ্কে ছোটার আগে ছুটির দিনগুলি জেনে নিন

Bank Holiday: প্রত্য়েক মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করা হয়। এই মাসেও রথযাত্রা থেকে শুরু করে ইদ-উল-আজ়া থাকার কারণে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holiday: জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দরকারি কাজে ব্য়াঙ্কে ছোটার আগে ছুটির দিনগুলি জেনে নিন
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2023 | 8:02 AM

নয়া দিল্লি: আজ থেকে নতুন মাস শুরু হচ্ছে। প্রতি মাসের শুরুতেই বহু মানুষ ব্যাঙ্কে ছোটেন আর্থিক লেনদেনের জন্য। প্রবীণ নাগরিকরা যেমন পেনশন তুলতে লাইন দেন, তেমনই আবার ইএমআই বা অন্য কোনও লেনদেন সংক্রান্ত কাজে কম বেশি সকলকেই ব্যাঙ্কে ছুটতে হয়। তবে প্রতিদিন তো আর ব্যাঙ্ক খোলা থাকে না। প্রতি মাসে চারটি রবিবার ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়াও নানা উৎসবের কারণেও ব্যাঙ্ক বিভিন্ন দিন ছুটি (Bank Holidays) থাকে। যাতে ব্যাঙ্কে গিয়ে খালি হাতে ফিরতে না হয়, তার জন্য ব্য়াঙ্ক হলিডে-র তালিকা জেনে রাখা উচিত। প্রত্য়েক মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করা হয়। এই মাসেও রথযাত্রা থেকে শুরু করে ইদ-উল-আজ়া থাকার কারণে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়, তার মধ্যে জাতীয় ছুটির পাশাপাশি রাজ্যভিত্তিক ও ধর্মীয় ছুটিগুলিও অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ এগুলিতে রাজ্যভিত্তিক বা কোনও উৎসবকে কেন্দ্র করে নির্দিষ্ট জায়গায় বা রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।

জুন মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা

৩ জুন-  রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ জুন- মাসের দ্বিতীয় রবিবার হওয়ায়, ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১১ জুন- রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ জুন- রাজা সংক্রান্তির কারণে ওড়িশা ও মিজোরামের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ জুন- রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২০ জুন- রথযাত্রার কারণে ওড়িশা সহ একাধিক রাজ্যে ব্য়াঙ্ক বন্ধ থাকবে।

২৪ জুন- চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ জুন- রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ জুন- খারচি পুজোর কারণে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৮ জুন- ইদ-উল-আজ়া উপলক্ষে কেরল, মহারাষ্ট্র ও জম্মু-কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৯ জুন- ইদ-উল-আজ়া উপলক্ষে বাকি সমস্ত রাজ্যে ব্য়াঙ্ক বন্ধ থাকবে।

৩০ জুন- রিমা ইদ-উল-আজ়া উপলক্ষে মিজোরাম ও ওড়িশায় ব্য়াঙ্ক বন্ধ থাকবে।