Bharat Bandh: শুক্রবার ভারত বনধ, ব্যাঙ্ক-কাছারিও কি বন্ধ থাকবে?
Farmers Protest: ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি সহ একাধিক দাবিতে সংযুক্ত কিসান মোর্চা সহ একাধিক কৃষক সংগঠন ও সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আগামী ১৬ ফেব্রুয়ারি ভারত বনধের ডাক দিয়েছে। ভোর ৬টা থেকে বিকেল ৪টে অবধি এই বনধ পালন করা হবে। দুপুর ১২টা থেকে ৪টে অবধি চাক্কা জ্যামও করবে কৃষকরা।
নয়া দিল্লি: আবার ভারত বনধের ডাক। আগামিকাল, শুক্রবার দেশজুড়়ে গ্রামীণ ভারত বনধের (Gramin Bharat Bandh) ডাক দিয়েছেন কৃষক ও শ্রমিক সংগঠন। ভোর ৬টা থেকে বিকেল ৪টে অবধি বনধ পালন করা হবে। ওই সময়ে পঞ্জাবে রেল অবরোধ ও জাতীয় সড়কগুলিতে চাক্কা জ্যামও করবে আন্দোলনকারী কৃষকরী। বনধের খবর জানার পরই অনেকের মনে প্রশ্ন, তাহলে কি ১৬ ফেব্রুয়ারি ব্যাঙ্কও বন্ধ থাকবে?
ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি সহ একাধিক দাবিতে সংযুক্ত কিসান মোর্চা সহ একাধিক কৃষক সংগঠন ও সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আগামী ১৬ ফেব্রুয়ারি ভারত বনধের ডাক দিয়েছে। ভোর ৬টা থেকে বিকেল ৪টে অবধি এই বনধ পালন করা হবে। দুপুর ১২টা থেকে ৪টে অবধি চাক্কা জ্যামও করবে কৃষকরা। ওই চার ঘণ্টা পঞ্জাব সহ একাধিক রাজ্যে জাতীয় সড়কগুলিতে অবরোধ করবে আন্দোলনকারী কৃষকরা। মোট ৩৪টি সংগঠন এই বনধে সমর্থন জানিয়েছে।
১৬ ফেব্রুয়ারি কি ব্যাঙ্ক বনধ থাকবে?
জানা গিয়েছে, শুক্রবার বনধের দিন বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস ও দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া পরিবহন, কৃষিকাজও বন্ধ রাখা হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজও বন্ধ রাখা হবে। বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবা যেমন, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, স্কুল-কলেজ, বিয়ের অনুষ্ঠানে কোনও প্রভাব পড়বে না। খোলা থাকবে ব্যাঙ্ক-কাছারিও।