AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cigarette-Liquor Price: লাখ টাকার প্রশ্ন, বাজেটের পর কি সিগারেট-মদের দাম বাড়ল?

Union Budget 2025: আয়করের পরিবর্তন নিয়ে যেমন সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই, তেমনই পণ্যের দাম বাড়া-কমা নিয়ে সবথেকে যে প্রশ্নটা আসছে, তা হল সিগারেট বা তামাকজাত পণ্যের দাম কী বাড়ল?

Cigarette-Liquor Price: লাখ টাকার প্রশ্ন, বাজেটের পর কি সিগারেট-মদের দাম বাড়ল?
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Feb 01, 2025 | 1:59 PM
Share

নয়া দিল্লি: বাজেট ঘোষণা শেষ। সবার নজর এখন কোন জিনিসের দাম বাড়ল, কোন জিনিসের দাম কমল, তার উপরে। এর মধ্যে আয়করের পরিবর্তন নিয়ে যেমন সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই, তেমনই পণ্যের দাম বাড়া-কমা নিয়ে সবথেকে যে প্রশ্নটা আসছে, তা হল সিগারেট বা তামাকজাত পণ্যের দাম কী বাড়ল?

বাজেটের আগে থেকেই জল্পনা ছিল, সরকার পাপের বোঝা বাড়াতে পারে। সহজ কথায় বলতে গেলে, সিন ট্যাক্স বাড়াতে পারে সরকার। এই সিন ট্য়াক্স আরোপ হয় সিগারেট, তামাকজাত পণ্যের উপরে। সিন ট্যাক্স বাড়লে সিগারেট, তামাকজাত পণ্যের দাম বাড়ে।

এবারের বাজেটে সরকার সিন ট্যাক্স নিয়ে কোনও ঘোষণা করেনি। ফলে সিগারেট ও তামাকজাত পণ্যের দামে কোনও পরিবর্তন আসবে না।

একইভাবে মদের উপরেও কর বা ভ্যাট বাড়ানো-কমানোর কোনও ঘোষণা করেনি সরকার। ফলে মদের দামও বাড়ছে না। দাম কমারও কোনও ইঙ্গিত দেয়নি সরকার। এরফলে কিছুটা হলেও খুশি ধূমপায়ী ও মদ্যপানকারীরা।