AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Axis bank-Max life: অ্যাক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে ৫১০০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ!

নয়া দিল্লি: অ্যাক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে প্রায় ৫১০০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ! অভিযোগ করেছেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে তিনি এই কেলেঙ্কারির অভিযোগ করেছেন। অ্যাক্সিস ব্যাঙ্কের বীমা শাখা ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার বিক্রি এবং কেনার ক্ষেত্রে এই আর্থিক কেলেঙ্কারি ঘটেছে বলে দাবি সুব্রহ্মণ্যম স্বামীর। ম্যাক্স লাইফ হল ম্যাক্স […]

Axis bank-Max life: অ্যাক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে ৫১০০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ!
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Updated on: Feb 19, 2024 | 8:48 AM
Share

নয়া দিল্লি: অ্যাক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে প্রায় ৫১০০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ! অভিযোগ করেছেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে তিনি এই কেলেঙ্কারির অভিযোগ করেছেন। অ্যাক্সিস ব্যাঙ্কের বীমা শাখা ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার বিক্রি এবং কেনার ক্ষেত্রে এই আর্থিক কেলেঙ্কারি ঘটেছে বলে দাবি সুব্রহ্মণ্যম স্বামীর। ম্যাক্স লাইফ হল ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস এবং অ্যাক্সিস ব্যাঙ্কের এক যৌথ উদ্যোগ।

সম্প্রতি, ১,৬১২ কোটি টাকায় ম্যাক্স লাইফের আরও ৭ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছিল অ্যাক্সিস ব্যঙ্ক। ৬ ফেব্রুয়ারি, ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে অ্যাক্সিস গ্রুপের হাতে ম্যাক্স লাইফের ১৯.০২ শতাংশের মালিকানা চলে আসে। এই শেয়ার কেনার ক্ষেত্রেই প্রতারণামূলক কাজ করা হয়েছে বলে অভিযোগ সুব্রহ্মণ্যম স্বামীর। তাঁর মতে, অস্বচ্ছ পদ্ধতিতে ম্যাক্স লাইফের ইক্যুইটি শেয়ারের ক্রয় ও বিক্রয় থেকে তারা অযাচিত মুনাফা অর্জন করেছে। তাই, এই প্রক্রিয়ার তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা করেছেন তিনি।

জনস্বার্থ মামলায় অভিযোগ, ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিলের মধ্যে এই ধরনের লেনদেনের মাধ্যমে অ্যাক্সিস ব্যাঙ্কের মোট ৫,১০০ কোটি টাকার মুনাফা অর্জন করেছিল। উদাহরণস্বরূপ সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, ২০২১ সালের মার্চ থেকে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড এবং মিৎসুই সুমিতোমো ইন্টারন্যাশনালকে, ১৬৬ টাকা প্রতি শেয়ার দরে, ম্যাক্স লাইফে থাকা তাদের শেয়ারের ০.৯৯৮ শতাংশ বিক্রি করেছিল অ্যাক্সিস ব্যাঙ্ক। এরপর, ২০২১-এর মার্চ এবং এপ্রিলের মধ্যে, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং তাদের গোষ্ঠীর অন্যান্য সংস্থার মাধ্যমে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে ৩১.৫১-৩২.১২ টাকা প্রতি শেয়ার দরে ১২.০০২ শতাংশ শেয়ার অর্জন করেছে। সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, এইভাবে, অ্যাক্সিস ব্যাঙ্ক শেয়ার কেনাবেচার মাধ্যনে উল্লেখযোগ্য পরিমাণ লাভ করেছে। তিনি এক বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই ঘটনার তদন্তের দাবি করেছেন।

অ্যাক্সিস ব্যাঙ্ক অবশ্য এই অভিযোগগুলিকে ভিত্তিহীন বলেছে। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার বিক্রি বা ক্রয়ের ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্ক প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন পেয়েছে। এই সকল ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব। ম্যাক্স লাইফও বলেছে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রকদের কাছ থেকে যথাযথ অনুমোদন নেওয়ার পরই এই শেয়ারগুলির লেনদেন করা হয়েছে। আমরা মনে করি, লেনদেনে কোন আইনি বা নিয়ন্ত্রকগত অসঙ্গতি নেই।