BSNL 5G: কবে আসছে BSNL-র 5G? জানাল কেন্দ্র
BSNL 5G: ২০২৪ সালে দেশে BSNL-র 5G পরিষেবা চালু হতে পারে। সম্প্রতি এ কথা জানিয়েছেন, টেলিকম মন্ত্রী অশ্বিণী বৈষ্ণ।

রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) সহ একাধিক টেলিকম সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের 5G পরিষেবা দেওয়া শুরু করেছে। এই আবহে 3G পরিষেবা নিয়ে এখনও ধুঁকছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited)। বহু বছর ধরে দেশজুড়ে 4G পরিষেবা চালু করার জন্য রীতিমতো চেষ্টা চালাচ্ছে BSNL। ২০২৩ সালের প্রথমভাগেই দেশে BSNL-র 4G পরিষেবা চালু করার ছিল। তবে তা এখন আরও পিছিয়ে গেল। ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে গিয়ে BSNL-র 4G পরিষেবা পেতে পারেন গ্রাহকরা। এর থেকে আরও দেরি হলে ২০২৪ সালে গিয়ে 4G পরিষেবা চালু হতে পারে। আর সেক্ষেত্রে BSNL-র 5G পরিষেবা শুরু করতেও সময় লাগতে পারে কেন্দ্রের।
এদিকে জানুয়ারি মাসের প্রথম দিকে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিণী বৈষ্ণ জানিয়েছিলেন, BSNL ২০২৪ সালেই 5G পরিষেবা দেওয়া শুরু করবে। বর্তমানে 4G পরিষেবা চালু করার তোড়জোড় চলছে। তবে ২০২৩ সালে ডেডলাইন থাকলেও তা পূরণ করতে পারেনি সরকার। ফলে 5G পরিষেবা কবে চালু হবে তা নিয়ে ধন্দে গ্রাহকরা। তবে BSNL-র 4G পরিষেবা চালু করতে দেরি হওয়ার মূল কারণ হল, দেশে তৈরি প্রযুক্তির সাহায্যে দেশে 4G পরিষেবা চালু করতে চাইছে কেন্দ্র।
তবে এর জন্য BSNL-র ব্যবসায় ক্ষতিকর প্রভাব পড়ছে। এবং আগামী দিনে দেশের বেশিরভাগ গ্রাহকই 4G পরিষেবা ছেড়ে 5G পরিষেবা গ্রহণ করবে। ফলে যতদিনে BSNL-র 4G পরিষেবা বাজারে আসবে ততদিন তার প্রাসঙ্গিকতা হারিয়ে যাবে। 4G পরিষেবা গ্রহণের জন্য কোনও গ্রাহক বাকি না থাকতেও পারে। মনে করা হচ্ছে, দেশে তৈরি এই প্রযুক্তি বিভিন্ন ঘরে ঘরে পৌঁছে দিতে এখনও ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। তাই যখন 4G পরিষেবা নিয়ে আসবে তা আদৌ BSNL বা কেন্দ্রের জন্য লাভজনক হবে কি না সেই প্রশ্ন থেকে যাচ্ছে।





