নয়া দিল্লি: বিএসএনএল তার গ্রাহকদের জন্য ক্রমাগত সস্তার প্রিপেড প্ল্যান বাজারে নিয়ে আসছে, দিচ্ছে নানা অফার। আনলিমিটেড ডেটা পাওয়ার জন্য লোভনীয় সব অফার বাজারে আনা হয়েছে। এবার বিএসএনএল (BSNL) কোম্পানি একটি নতুন প্রিপেড প্ল্যান চালু করেছে, যার মেয়াদ মাত্র ১৮০ দিন। এই প্ল্যানে খুব কম অফারেই পাওয়া যাচ্ছে ডেটা।
এই প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দীর্ঘ মেয়াদ। এই প্ল্যানটি ছ মাস অর্থাৎ ১৮০ দিন থাকে। আর এই ৬ মাসের জন্য খরচ মাত্র ৮৯৭ টাকা। হিসেব বলছে, মাত্র ৪.৯৮ টাকা করে প্রতিদিন খরচ করেই আনলিমিটেড ডেটা পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই প্ল্যানটি সিম সক্রিয় রাখার জন্যও ব্যবহার করা যেতে পারে, যা এটিকে আরও কার্যকর করে তোলে।
বিএসএনএল (BSNL)-এর এই প্ল্যানটি অন্যান্য বেসরকারি টেলিকম কোম্পানিগুলির তুলনায় বেশি সুবিধা প্রদান করে। উদাহরণ হিসেবে বলা যায়, এয়ারটেলের ৫০৯ টাকার প্ল্যানের মেয়াদ থাকে মাত্র ৮৪ দিন এবং এতে ৬ জিবি ডেটা পাওয়া যায়। আর BSNL-এর প্ল্যানে ১৮০ দিনের মেয়াদ ও ৯০ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে আনলিমিটেড কলের সুযোগ। প্রতিদিন ১০০টি করে এসএমএসও করা যাবে। ডেটা শেষ হয়ে গেলে গতি কমে হবে ৪০ কেবিপিএস।