BSNL-এর ম্যাজিক! আপনার তো টাকা বাঁচবেই, ‘ধন্যবাদ’ বলবে Indian Army-ও
Indian Army, BSNL: বিএসএনএল এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছে। যা ওই বাড়তি ৫ শতাংশ বেনিফিটের মধ্যে রয়েছে।

রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের নতুন একটা রিচার্জ প্ল্যান সামনে এসেছে। ১ হাজার ৪৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে ৫ শতাংশ বাড়তি বেনিফিট দেবে বিএসএনএল। ৩৩৬ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সঙ্গে রয়েছে দৈনিক ১০০ এসএমএসের সুবিধা। এ ছাড়াও রয়েছে সব মিলিয়ে ২৪ জিবি ডেটা।
বিএসএনএল এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছে। যা ওই বাড়তি ৫ শতাংশ বেনিফিটের মধ্যে রয়েছে। ৫ শতাংশ বেনিফিটের মধ্যে ২.৫ শতাংশ তারা সেনাবাহিনীর জন্য দেবে। বাকি ২.৫ শতাংশ গ্রাহককে ক্যাশব্যাক হিসাবে ফিরিয়ে দেবে রাষ্ট্রয়ত্ত এই টেলিকমিউনিকেশন সংস্থা। এই অফার ‘বিএসএনএল শৌর্য্য সমর্পণ’ উদ্যোগের অন্তর্ভুক্ত।
বিএসএনএল ছাড়া দেশের অন্যান্য টেলিকম সংস্থার ১ হাজার ৫০০ টাকার নীচে ৩৩৬ দিনের কোনও প্ল্যান নেই। মুকেশ অম্বানির জিও ৩৩৬ দিনের প্ল্যান বিক্রি করে ১ হাজার ৭৪৮ টাকায়। যদিও সেই প্ল্যানে ইন্টারনেট নেই। নেই দৈনিক ১০০ টেক্সট মেসেজের সুবিধাও। জিও তাদের প্ল্যানে মোট এসএমএস সংখ্যা বেঁধে দিয়েছে ৩ হাজার ৬০০তে।
বিএসএনএলের আর এক প্রতিদ্বন্দ্বী ভোডাফোন আইডিয়ার রয়েছে ৩৬৫ দিনের প্ল্যান। যার দাম ১৯৯৯ টাকা। এই প্ল্যানে ২৪ জিবি ইন্টারনেট থাকলেও এসএমএস রয়েছে ৩ হাজার ৬০০টি। আর এক টেলিকম সংস্থা এয়ারটেলের ৩৬৫ দিনের কোনও সস্তা প্ল্যানই নেই।





