Budget 2024: বাজেট শব্দটির উৎপত্তি কোথা থেকে? এই শব্দটির অর্থই বা কী?
Budget Word Meaning: ভারতে যখন প্রথম বাজেট পেশ করা হয়, তখন বাজেট পত্র সুটকেসে করে আনা হত। সেখান থেকেই বাজেট শব্দটি এসেছে। ফ্রান্সের মন্ত্রীরা এভাবেই বাজেটপত্র নিয়ে আসতেন। ভারতেও এভাবেই বাজেট পেশ শুরু হয়। ১৮৬০ সালে ভারতে প্রথম বাজেট পেশ হয়। সেই সময় থেকেই ব্রিফকেসে আনা হত বাজেটপত্র।
নয়া দিল্লি: আর মাত্র দুটো দিন। তারপরই বাজেট (Budget) পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এটা দ্বিতীয় দফায় মোদী সরকারের শেষ বাজেট। এ বছর যেহেতু লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) রয়েছে, তাই পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তর্বর্তীকালীন বাজেট (Vote on Account Budget) পেশ করবে সরকার। বাজেট নিয়ে সাধারণ মানুষের হাজারো প্রত্যাশা রয়েছে। বাজেট নিয়ে হাজারো আলোচনা হচ্ছে ইতিমধ্যেই, কিন্তু বাজেট শব্দ কোথা থেকে এসেছে, জানেন?
প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করা হয়। আগে ফেব্রুয়ারি মাসের শেষে, বাজেট অধিবেশনের শেষদিনে বাজেট পেশ করা হত। মোদী সরকার আসার পর বাজেটের দিন পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি করা হয়।
বাজেট শব্দটির উৎপত্তি কোথা থেকে?
বাজেট ইংরেজি শব্দ হলেও, এটির আসল উৎপত্তি ফরাসি ভাষা থেকে। বুগেট (bougette) থেকে এসেছে বাজেট শব্দটি। বুগেট বুগ (Bougette Bouge) শব্দ থেকে ইংরেজিতে বাজেট শব্দটি এসেছে। এই শব্দের অর্থ হল চামড়ার ব্রিফকেস।
ভারতে যখন প্রথম বাজেট পেশ করা হয়, তখন বাজেট পত্র সুটকেসে করে আনা হত। সেখান থেকেই বাজেট শব্দটি এসেছে। ফ্রান্সের মন্ত্রীরা এভাবেই বাজেটপত্র নিয়ে আসতেন। ভারতেও এভাবেই বাজেট পেশ শুরু হয়। ১৮৬০ সালে ভারতে প্রথম বাজেট পেশ হয়। সেই সময় থেকেই ব্রিফকেসে আনা হত বাজেটপত্র। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৭ সালের ২৬ নভেম্বর প্রথম বাজেট পেশ করা হয়।
২০১৯ সালে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিফকেসের বদলে লাল শালুতে মোড়ানো বই-খাতা আনেন। পরে বাজেটকে সম্পূর্ণ কাগজহীন করে দেওয়া হয়। পরিবর্তে ট্যাবলেটে বাজেট পেশ করা হয়।