Income Tax: আয়করের কাঠামোয় বড় পরিবর্তন, ১ লাখ টাকা হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন?
Budget 2025: গত বাজেটের সময়ই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, আয়কর আইন পর্যালোচনা কর হবে। শোনা যাচ্ছে, এবারের বাজেটে নতুন আয়কর আইন আনা হতে পারে। করদাতাদের স্বস্তি দিয়ে একাধিক সিদ্ধান্ত নিতে পারে সরকার।
নয়া দিল্লি: দেখতে দেখতে বছর পার। সামনে ফের বাজেট। ২০২৪ সালে মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর জুলাই মাসে বাজেট পেশ করেছিল। তবে সেই বাজেট সম্পূর্ণ অর্থবর্ষের ছিল না। এই বছরই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তৃতীয় মোদী সরকার। স্বাভাবিকভাবেই বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে অনেক। আয়কর নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।
আগামী ৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জল্পনা শোনা যাচ্ছে, এবার আয়কর আইনকে আরও সরলীকরণ করতে পারে সরকার। আয়কর আইনে পরিবর্তন করে, নতুন আয়কর আইন আনতে পারে।
গত বাজেটের সময়ই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, আয়কর আইন পর্যালোচনা কর হবে। শোনা যাচ্ছে, এবারের বাজেটে নতুন আয়কর আইন আনা হতে পারে। করদাতাদের স্বস্তি দিয়ে একাধিক সিদ্ধান্ত নিতে পারে সরকার।
নতুন কর ব্যবস্থা-
জল্পনা শোনা যাচ্ছে, আসন্ন বাজেটে জিডিপির গতি বাড়াতে করদাতাদের স্বস্তি দিতে পারে সরকার। নতুন কর ব্যবস্থায় সরকার আয়করের স্ল্যাবগুলিতে পরিবর্তন করতে পারে। বাজেটে উচ্চ আয়করদাতাদের ছাড় দিতে পারে সরকার। বর্তমান কর কাঠামোয় বার্ষিক ১২ থেকে ১৫ লাখ টাকা উপার্জনকারীদের ২০ শতাংশ আয়কর দিতে হয়। সরকার এই স্ল্যাবের সীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করতে পারে।
স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি-
বর্তমানে বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন যাদের, তাদের আয়করে ছাড় দেওয়া হয়। সূত্রের খবর, সরকার এই ছাড়ের সীমা আরও বাড়াতে পারে। এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা ৭৫০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হতে পারে। এর আগে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছিল।