ATM System: এখন UPI-এর মাধ্যমেই এটিএম থেকে টাকা তোলা যাবে, কীভাবে জানুন

UPI-ATM System: এবার চালু হল UPI এটিএম ব্যবস্থা। UPI-এর সাহায্যে গ্রাহকেরা ডেবিট বা এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। UPI এটিএম সুবিধা চালু হলে টাকা তোলার সীমাও বাড়বে।

ATM System: এখন UPI-এর মাধ্যমেই এটিএম থেকে টাকা তোলা যাবে, কীভাবে জানুন
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 12:49 AM

নয়া দিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যাপক উন্নতি হয়েছে। ব্যাঙ্কিং ব্যবস্থাও এর থেকে বাদ পড়েনি। দেশজুড়ে UPI-এর মাধ্যমে লেনদেন চলছে। এককথায় বলা যায়, ডিজিটাল ইন্ডিয়া হয়ে গিয়েছে। এবার চালু হল UPI এটিএম ব্যবস্থা। UPI-এর সাহায্যে গ্রাহকেরা ডেবিট বা এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। UPI এটিএম সুবিধা চালু হলে টাকা তোলার সীমাও বাড়বে বলে শোনা যাচ্ছে। আবার এটিএম কার্ড স্কিমিংয়ের মতো আর্থিক জালিয়াতি রোধ করতেও সাহায্য করবে UPI এটিএম ব্যবস্থা। কীভাবে UPI ATM এর মাধ্যমে টাকা তুলবেন জেনে নিন এখানে।

কীভাবে UPI-এর মাধ্যমে ATM থেকে টাকা তুলবেন?

১) গ্রাহককে প্রথমে এটিএম স্ক্রিনে ‘UPI ক্যাশ উইথড্রল’ অপশন নির্বাচন করতে হবে। ২) এরপর যে পরিমাণ টাকা তুলবেন সেটি লিখতে হবে। ৩) টাকার পরিমাণ দেওয়ার পর এটিএম স্ক্রিনে একক ব্যবহার ডায়নামিক কিউআর কোড প্রদর্শিত হবে। ৪) এরপর গ্রাহককে UPI অ্যাপ ব্যবহার করে QR কোড স্ক্যান করতে হবে। ৫) এখন গ্রাহকরা এটিএম থেকে নগদ পেতে মোবাইলে UPI পিন দিয়ে লেনদেন অনুমোদন দিন।

UPI এটিএম হল এক ধরনের কার্ডবিহীন লেনদেন UPI ATM হল এক প্রকার কার্ডবিহীন লেনদেন। এখন এটিএম থেকে নগদ তোলার জন্য আপনার কার্ড বহন করতে হবে না। এর মাধ্যমে আপনি একবারে ১০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। আপনি চাইলে UPI APP ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট থেকে নগদ তুলতে পারবেন।

১০ হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে ফিনটেক প্রভাবশালী রবিসুতাঞ্জনিকে দেখানো হয়েছে কীভাবে UPI ব্যবহার করে এটিএম থেকে নগদ তোলা যায়। একই সময়ে,খবর প্রকাশিত হয়েছিল যে আগস্ট মাসে ইউপিআই-এর মাধ্যমে ১০ বিলিয়ন টাকার বেশি লেনদেন হয়েছে।