Life Insurance Corporation: বড় খবর! LIC-র আরও শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্র সরকার
Life Insurance Corporation: এই প্রসঙ্গ বিনিয়োগ ও জনসম্পত্তি ব্যবস্থাপনা দফতরের সচিব অরুণিশ চাওয়া বিজনেস স্টান্ডার্ডসকে জানিয়েছে, 'এই বছর আমরা ছোট ছোট ধাপে অংশীদারিত্বগুলি হস্তান্তর করব। এমনকি, এই অংশীদারিত্ব হস্তান্তরের জন্য অগ্রিম নোটিসও প্রদান করা হবে।'

নয়াদিল্লি: জীবন বিমা সংস্থা LIC-এর ৬.৫ শতাংশ অংশীদারিত্ব বিক্রির পথে হাঁটছে কেন্দ্র। সোমবার বিজনেস স্ট্য়ান্ডার্ডস প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী দু’বছরের মধ্য়ে ছোট ছোট ধাপে মোট ৬ শতাংশের অধিক শেয়ার বিক্রি করে দেবে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এই পদক্ষেপের মধ্যে দিয়েই ধীরে ধীরে একাধিক কেন্দ্র অধীনস্থ প্রতিষ্ঠানগুলির অংশীদারিত্ব আলগা করতে শুরু করবে সরকার।
কিন্তু কেন এমন বিক্রির পথে নামছে তারা? জানা গিয়েছে, শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির তৈরি নিয়ম অনুযায়ী যে কোনও পাবলিক কোম্পানি যা CPSE আওতাভুক্ত অর্থাৎ এমন সংস্থার যাদের ৫১ শতাংশের বেশি অংশীদারিত্ব কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে, তাদের মোট অংশীদারিত্বের ন্যূনতম ২৫ শতাংশ অংশীদারিত্ব জনসাধারণের কাছে থাকা উচিত। অর্থাৎ চাইলে জনগণ যাতে LIC-এর শেয়ার আরও কিনতে পারে, সেই ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
এই প্রসঙ্গ বিনিয়োগ ও জনসম্পত্তি ব্যবস্থাপনা দফতরের সচিব অরুণিশ চাওয়া বিজনেস স্টান্ডার্ডসকে জানিয়েছে, ‘এই বছর আমরা ছোট ছোট ধাপে অংশীদারিত্বগুলি হস্তান্তর করব। এমনকি, এই অংশীদারিত্ব হস্তান্তরের জন্য অগ্রিম নোটিসও প্রদান করা হবে।’
যদিও বেশির ভাগ CPSE এখনও সেবির ওই নিয়ম পালন করেনি। বিশেষ প্রতিরক্ষা, রেল, অর্থমন্ত্রকের আওতাধীন একাধিক CPSE রয়েছে যাদের মোট ২৫ শতাংশ অংশীদারিত্ব জনগণের কাছে পৌঁছে দিতে পারেনি কেন্দ্র। সম্প্রতি, এই প্রসঙ্গে LIC-কে তার ১০ শতাংশ অংশীদারিত্ব ২০২৭ সালের মধ্য়ে সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সেবি। পাশাপাশি, মহারাষ্ট্র ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্ককেও ২০২৬ সালের মধ্য়ে তাদের ২৫ শতাংশ অংশীদারিত্ব সাধারণ বিনিয়োগকারী বা পাবলিক শেয়ারহোল্ডিংয়ে প্রদান করার নির্দেশ দিয়েছে শেয়ার নিয়ন্ত্রক সংস্থা সেবি।





