AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheapest gold: ভারতে নয়, সবথেকে সস্তায় সোনা বিক্রি হয় এই দেশগুলিতে

Cheapest countries to buy gold: আর্থিক অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা - যাই হোক না কেন, সোনার দাম কখনই পড়ে না বললেই চলে। কাজেই এই ক্ষেত্রে বিনিয়োগ করা অবশ্যই বুদ্ধিমানের কাজ। বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে, আপনি ভারতের তুলনায় অনেক কম দামে সোনা কিনতে পারবেন।

Cheapest gold: ভারতে নয়, সবথেকে সস্তায় সোনা বিক্রি হয় এই দেশগুলিতে
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Jul 13, 2023 | 9:11 AM
Share

নয়া দিল্লি: বর্তমানে গোটা বিশ্বের অর্থনীতির টালমাটাল অবস্থা। এই পরিস্থিতিতে অনেকেই সোনায় বিনিয়োগ করতে চাইছেন। বরাবরই সোনাকে অন্যতম নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বিবেচনা কর হয়। আর্থিক অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা – যাই হোক না কেন, সোনার দাম কখনই পড়ে না বললেই চলে। কাজেই এই ক্ষেত্রে বিনিয়োগ করা অবশ্যই বুদ্ধিমানের কাজ। এই বিনিয়োগ অনেকটাই বীমা পলিসির মতো বলা যেতে পারে। তবে, সোনার দাম সব দেশে সমান নয়। বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে, আপনি ভারতের তুলনায় অনেক কম দামে সোনা কিনতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে সবথেকে সস্তায় সোনা কেনা যেতে পারে। এখানে সবথেকে সস্তা সোনার দেশগুলির একটি তালিকা দেওয়া হল –

সংযুক্ত আরব আমিরশাহি

সবথেকে সস্তা এবং ভাল মানের সোনার জন্য বিখ্যাত হল সংযুক্ত আরব আমিরশাহির শহর, দুবাই। দুবাইয়ের দেইরা এলাকাকে বলা হয়, সারা বিশ্বের সোনার হাব। এখানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৮,৭২৩.০৯ টাকা। তবে, বার না কয়েন, কোন রূপে সোনা কেনা হচ্ছে এবং ওজন ও বিশুদ্ধতার উপর দাম কম-বেশি হয়। ইউএইতে জুয়েলার্স, ব্যাঙ্ক এবং অনলাইন ডিলার-সহ বিভিন্ন উৎস থেকে সোনা কেনা যায়। তবে সবথেকে সস্তা উপায় হল অনলাইন ডিলারের মাধ্যমে সোনা কেনা।

থাইল্যান্ড

দুবাইয়ের পরই যে দেশে সোনা সবথেকে সস্তা, তা হল থাইল্যান্ড। আর থাইল্যান্ডের চায়না টাউন হল সোনা কেনার সবথেকে ভাল জায়গা।

কম্বোডিয়া

কম্বোডিয়াতেও সোনার দাম ভারতের তুলনায় অনেকটাই কম। প্রতি ১০ গ্রাম সোনার দাম পড়ে ৪৫,৭৩৫.৪৬ টাকা।

হংকং

বিশ্বের অন্যতম সস্তা সোনার দেশ হল হংকং। আর এই দেশের মধ্যে, সোনা কেনার সবথেকে প্রসিদ্ধ স্থান হল হ্যাং সেং ব্যাঙ্ক। বুলিয়ন বার, কয়েন এবং সোনার তৈরি অন্যান্য পণ্য কেনা যায় এই ব্যাঙ্ক থেকে। আপনি জুয়েলার্স বা অন্যান্য ডিলারদের মাধ্যমেও হংকংয়ে সোনা কিনতে পারবেন। এখানে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৬,৮৬৭ টাকা

সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড: সারা বিশ্বে সুইজারল্যান্ডের সোনার ডিজাইনের খ্য়াতি রয়েছে। বিশে, করে ডিজাইনার ঘড়ির জন্য বিখ্যাত এই দেশ। হাতে তৈরি ডিজাইনার বিভিন্ন গয়নাও পাওয়া যায়। এখানে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৬,৮৯৯ টাকা। সুইজারল্যান্ডেও ব্যাঙ্ক, জুয়েলার্স এবং অনলাইন ডিলার-সহ বিভিন্ন উৎস থেকে সোনা কেনা যায়। তবে সবথেকে সস্তা উপায় হল অনলাইন ডিলারদের মাধ্যমে কেনা। তারা বুলিয়ন বা কয়েন বিক্রি করে।