AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cigarette Tax Hike: ১ ফেব্রুয়ারি থেকে দামি হচ্ছে সিগারেট! আপনার প্রিয় ব্র্যান্ডের দাম বাড়তে পারে কত?

Tax Hike in Cigarette: গোল্ড ফ্লেক প্রিমিয়াম, ক্লাসিক বা মার্লবোরোর মতো ব্র্যান্ড যারা ব্যবহার করেন, তাঁদের খরচ সবথেকে বেশি বাড়তে চলেছে। সরকার তামাকের ওপর থেকে জিএসটি সেস তুলে নিলেও এই নতুন আবগারি শুল্ক দামকে বাড়িয়ে দেবে।

Cigarette Tax Hike: ১ ফেব্রুয়ারি থেকে দামি হচ্ছে সিগারেট! আপনার প্রিয় ব্র্যান্ডের দাম বাড়তে পারে কত?
কত দাম বাড়বে সিগারেটের?Image Credit: Peter Dazeley/The Image Bank/Getty Images
| Updated on: Jan 02, 2026 | 6:33 PM
Share

আপনার প্রিয় সিগারেট কি এবার আরও দামি হতে চলেছে? ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে দেশে কার্যকর হচ্ছে করের নতুন নিয়ম। আর ধোঁয়াশা কাটিয়ে সরকার জানিয়ে দিয়েছে, এবার জিএসটির পাশাপাশি ফিরছে কেন্দ্রীয় আবগারি শুল্ক।

কিসের ভিত্তিতে বাড়বে দাম?

ব্র্যান্ড নয়, এবার সিগারেটের দাম ঠিক করবে তার দৈর্ঘ্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার সিগারেটটি কত মিলিমিটার লম্বা, তার ওপর নির্ভর করবে ট্যাক্সের বোঝা। ৬ মে থেকে নতুন পদ্ধতিতে প্রতি ১০০০ স্টিকের ওপর ২০৫০ টাকা থেকে ৮৫০০ টাকা পর্যন্ত শুল্ক বসানো হতে পারে। অর্থাৎ, ২টাকা ৫ পয়সা থেকে ৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত দামি হতে পারে আপনার সিগারেট।

আপনার পকেটে কত চাপ?

৬৫ মিমি পর্যন্ত দৈর্ঘ্যের সিগারেটে কর বসবে প্রায় ২ টাকা ৫ পয়সা থেকে ২ টাকা ১০ পয়সা। মাঝারি অর্থাৎ ৬৫ থেকে ৭০ মিমি পর্যন্ত দীর্ঘ সিগারেটে বসবে ৪ টাকা পর্যন্ত শুল্ক। আর কিং সাইজ বা বড় সিগারেট, অর্থাৎ ৭০ থেকে ৭৫ মিমি দৈর্ঘ্যের সিগারেটে সরাসরি ৫ টাকা ৪০ পয়সা পর্যন্ত কর বাড়তে পারে।

গোল্ড ফ্লেক প্রিমিয়াম, ক্লাসিক বা মার্লবোরোর মতো ব্র্যান্ড যারা ব্যবহার করেন, তাঁদের খরচ সবথেকে বেশি বাড়তে চলেছে। সরকার তামাকের ওপর থেকে জিএসটি সেস তুলে নিলেও এই নতুন আবগারি শুল্ক দামকে বাড়িয়ে দেবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলছে, তামাকের ওপর অন্তত ৭৫ শতাংশ কর থাকা উচিত। আবগারি শুল্ক বসলে ভারতে এই হার দাঁড়াবে ৫৩ শতাংশে। ১ ফেব্রুয়ারির আগে কোম্পানিগুলি তাদের প্যাকেজিং এবং দামে রদবদল করবে। তবে দিনশেষে সাধারণ মানুষের পকেটে যে চাপ বাড়ছে, তা নিশ্চিত।