CNG PNG Price Hiked : উৎসবের মাঝেই মাথায় হাত আম জনতার, এক ধাক্কায় অনেকটা দাম বাড়ল CNG, PNG-র

CNG PNG Price Hiked : উৎসবের মরশুমে দাম বাড়ল CNG, PNG- র। এর ফলে প্রভাব পড়তে পারে বিভিন্ন সামগ্রীর বাজার দরে।

CNG PNG Price Hiked : উৎসবের মাঝেই মাথায় হাত আম জনতার, এক ধাক্কায় অনেকটা দাম বাড়ল CNG, PNG-র
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2022 | 12:45 PM

উৎসবের মরশুমে ফের আগুন লাগল আম জনতার পকেটে। দাম বাড়ল সিএনজি ও পিএনজির। ৮ অক্টোবর সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। শনিবার সকাল থেকে দিল্লি-এনসিআরে কমপ্রেসড ন্যাচরাল গ্যাসের (Compressed Natural Gas) দাম বেড়েছে। দিল্লি-এনসিআরে সিএনজির দাম কেজিতে ৩ টাকা বাড়িয়েছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। এর পাশাপাশি দাম বেড়েছে পিএনজিরও।

সিএনজি ছাড়া শনিবার থেকে দাম বেড়েছে পিএনজিরও (PNG)। পিএনজির দাম বেড়েছে প্রতি কেজি ১ টাকা করে। দিল্লি ছাড়াও সিএনজি ও পিএনজির দাম বেড়েছে নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম সহ উত্তর ভারতের একাধিক শহরে। সিএনজি, পিএনজির দাম বেড়েছে কর্নাল, কানপুর ও মুজাফফরনগরেও। শনিবার থেকে দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম বেড়ে হয়েছে ৭৮.৬১ টাকা। আগে যা ছিল ৭৫.৬১ টাকা। নয়ডা ও গাজিয়াবাদে সিএনজির দাম বেড়ে হয়েছে ৮১.১৭ টাকা। এখন গুরুগ্রামে প্রতি কেজি সিএনজির দাম হয়েছে ৮৯.০৭ টাকা।

এদিকে দিল্লিতে পিএনজি-র দাম বেড়ে প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে হয়েছে ৫৩.৫৯ টাকা। অন্যদিকে নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে দাম বেড়ে হয়েছে ৫৩.৪৬ টাকা। কানপুর, ফতেহপুর ও হামিরপুরে পিএনজির দাম বেড়ে হয়েছে ৫৬.১০ টাকা। প্রসঙ্গত, সামনেই দিওয়ালি। তার আগে উত্তর ভারতের একাধিক শহরে বাড়ল সিএনজি ও পিএনজির দাম। এর ফলে আম জনতার উপর প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে এর ফলে বিভিন্ন সামগ্রীর বাজার দর