AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cognizant: ৯৯ পয়সায় ২১ একর জমি পেল Cognizant, কত চাকরি হবে?

Cognizant: শোনা যাচ্ছে, আগামী ২০২৯ সালের মার্চ মাসের মধ্যে কগনিজেন্টের এই ক্য়াম্পাস তৈরি হয়ে যাবে এবং পুরোদমে কাজ শুরু হয়ে যাবে।

Cognizant: ৯৯ পয়সায় ২১ একর জমি পেল Cognizant, কত চাকরি হবে?
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Jun 20, 2025 | 2:38 PM
Share

বিশাখাপত্তনম: যুব প্রজন্মের জন্য দারুণ খবর। চাকরির বিরাট এক সুযোগ তৈরি হতে চলেছে দেশের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজেন্টে (Cognizant)। শীঘ্রই আরেকটি মেগা ক্যাম্পাস তৈরি করতে চলেছে কগনিজেন্ট।

জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে নতুন ক্য়াম্পাস খুলতে চলেছে কগনিজেন্ট টেকনোলজি সলিউশন। মাত্র ৯৯ পয়সায় অন্ধ্র প্রদেশ সরকার কগনিজেন্টকে বিশাখাপত্তনমে জমি দিচ্ছে এই ক্যাম্পাস তৈরির জন্য।

রিপোর্ট অনুযায়ী, ১৫৮২ কোটি টাকা বিনিয়োগ করে এই আইটি ক্যাম্পাস তৈরি করবে। আগামী ৮ বছরে ৮ হাজার কর্মসংস্থান হবে বলেই খবর।

জানা গিয়েছে, কগনিজেন্ট বিশাখাপত্তনমের কাপুলাউপাডায় ২১.৩১ একর জমি চেয়েছিল। অন্ধ্র সরকার মাত্র ৯৯ পয়সায় এই জমি দিয়েছে। শোনা যাচ্ছে, আগামী ২০২৯ সালের মার্চ মাসের মধ্যে কগনিজেন্টের এই ক্য়াম্পাস তৈরি হয়ে যাবে এবং পুরোদমে কাজ শুরু হয়ে যাবে।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সম্প্রতিই জানিয়েছিলেন, তাঁর স্বপ্ন হল বিশাখাপত্তনম অন্ধ্র প্রদেশের অর্থনৈতিক রাজধানী হবে।