AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Health Insurance: নেপথ্যে করোনা কাঁটা, চলতি বছরেই এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে স্বাস্থ্য বিমার খরচ

যতদিন পর্যন্ত কোনও ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে থাকে ততদিন পর্যন্ত স্বাস্থ্য বিমার খরচ খানিক কম থাকলেও ৪০ পেরোতেই প্রিমিয়ামের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। তবে বর্তমানে দু'ক্ষেত্রেই এবার বিমার প্রিমিয়ামের পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে।

Health Insurance: নেপথ্যে করোনা কাঁটা, চলতি বছরেই এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে স্বাস্থ্য বিমার খরচ
ছবি - বাড়তে চলেছে স্বাস্থ্য বিমার খরচ
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 12:13 PM
Share

কলকাতা : করোনাকালের (Coronavirus in India) শুরু থেকে গোটা দেশে বিমার (Insurance) চাহিদা হু হু করে বাড়তে থাকে। অন্যান্য বিমার পাশাপাশি স্বাস্থ্য বিমার চাহিদাও রয়েছে আকাশছোঁয়া। তবে দ্রুত স্বাস্থ্য বিমার (Health Insurance) প্রিমিয়ামের পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই যে কোনও বেসরকারি সংস্থা দ্বারা তাদের কর্মচারী ও পরিবারকে দেওয়া গ্রুপ বিমা ( Group Insurance) পলিসির প্রিমিয়ামের পরিমাণও অনেকটাই বেড়ে গিয়েছে এপ্রিল থেকে। মার্শ-মার্শার বেনিফিটস সার্ভের সমীক্ষা বলছে ভারতে কোম্পানি প্রদত্ত স্বাস্থ্য পরিষেবার খরচ ২০২২ সালে ১৫ শতাংশ পর্যন্ত বাড়বে। এমতাবস্থায় এবার ব্যক্তিগত ভাবে নেওয়া স্বাস্থ্য বিমার খরচও দ্রুত বাড়বে বলে এই সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে। প্রায় ৮ থেকে ১৫ শতাংশ পর্যন্ত প্রিমিয়ামের খরচ বেড়ে যাবে বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল।

করোনা সঙ্কটের জেরে গত প্রায় ২ বছরের বেশি সময় ধরে ভারতের পাশাপাশি গোটা বিশ্বের স্বাস্থ্য পরিষেবার উপরে ব্যাপক চাপ তৈরি হয়। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ে জনমানসের মধ্যে। আর সেই কারণেই এতদিন যাঁরা স্বাস্থ্য বিমার দিকে ঝুঁকছিলেন না তাদের মধ্যেও বিমা নেওয়ার ক্ষেত্রে বিশেষ তৎপরতা দেখা যায়। এমনকী করোনা সংক্রমিত হওয়ার পর হাসাপাতালে ভর্তির খরচ থেকে শুরু ওষুধের খরচ সহ একাধিক বিষয়ে আর্থিক ভার কমাতে অনেকেই স্বাস্থ্য বিমা নেওয়ার দিকে ঝুঁকেছেন। আর সেই কারণেই বিমা সংস্থাগুলির খরচ বহুলাংশে বেড়ে যায়। যে কারণে নতুন প্রিমিয়ামের দাম অনেকটাই বেড়ে গিয়েছে বলে মত সিকিউর নাও ইনস্যুরেন্স ব্রোকারের সহ প্রতিষ্ঠাতা অভিষেক বোন্দিয়া। তবে তাঁর পর্যবেক্ষণ আগামী ২ বছরের মধ্যে ফের ফিরবে স্থিতাবস্থা।

প্রসঙ্গত, নিয়ম অনুসারে বিমা সংস্থাগুলি প্রতি তিন বছরের তাদের মোট খরচের উপর ভিত্তি করে প্রিমিয়ামের পরিমাণ বাড়াতে পারে। এমনকী বয়সভেদেও প্রিমিয়ামের পরিমাণে বছরভর অদলবদল হতে পারে। যতদিন পর্যন্ত কোনও ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ততদিন পর্যন্ত স্বাস্থ্য বিমার খরচ খানিক কম থাকলেও ৪০ পেরোতেই প্রিমিয়ামের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। সহজ কথায় আপনার বয়স বেশি হলে একাধিক বিমা সংস্থার নানা পলিসির দরজা খোলা থাকছে আমার আপনার কাছে কিন্তু বয়স বাড়তেই কমতে থাকে সুযোগের পরিমাণ, বাড়তে থাকে খরচ।

আরও পড়ুন- লোন গ্যারান্টার হলে অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি, অন্যথায় পড়তে পারেন বড়সড় সমস্যায়