Aadhar বা PAN Card-এ তথ্য ভুল রয়েছে বলে লিঙ্ক করাতে পারছেন না? বাড়ি বসেই আপডেট করে নিন
Aadhar Card: আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ড বাতিল হয়ে যাবে। তবে অনেকেই একটা চরম সমস্যায় পড়েছেন। তা হল, তাদের আধার কার্ড বা প্যান কার্ডে কোনও তথ্য় ভুল রয়েছে, ফলে আধার কার্ডের সঙ্গে প্য়ান কার্ডের লিঙ্ক আটকে যাচ্ছে।
নয়া দিল্লি: হাতে আর মাত্র দুইদিন সময়। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে প্যান কার্ড। কেন্দ্রীয় সরকারের তরফে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। যদি এই সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না করা হয়, তবে আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ড বাতিল হয়ে যাবে। তবে অনেকেই একটা চরম সমস্যায় পড়েছেন। তা হল, তাদের আধার কার্ড বা প্যান কার্ডে কোনও তথ্য় ভুল রয়েছে, ফলে আধার কার্ডের সঙ্গে প্য়ান কার্ডের লিঙ্ক আটকে যাচ্ছে। তবে চিন্তার কারণ নেই, বাড়িতে বসেই আপনি আধার কার্ড বা প্যান কার্ডের তথ্য বদল বা আপডেট করতে পারবেন।
প্য়ান কার্ডে তথ্য় বদলাবেন কী করে?
- প্রথমেই NSDL-র অফিসিয়াল ওয়েবসাইট https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html – এ যেতে হবে।
- এরপরে অ্যাপ্লিকেশন টাইপ অপশন থেকে প্যান কারেকশন অপশনটি সিলেক্ট করুন। এবার ব্যক্তিগত তথ্যগুলি পূরণ করুন।
- এবার ক্যাপচা কোড দিতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- এবার আপনার ফোনে মেসেজে টোকেন নম্বর আসবে।
- এরপরে প্যান অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করতে হবে।
- প্রিভিউতে আপনার বসানো সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা, তা দেখে নিন। এরপরে পেমেন্ট অপশনে ক্লিক করুন।
- পেমেন্ট হয়ে গেলে আপনার কাছে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ আসবে। এটার প্রিন্ট আউট করিয়ে NSDL-এর অফিসে জমা দিন।
আধার কার্ডে তথ্য় আপডেট করুন এইভাবে-
- যদি আধার কার্ডে আপনার নাম বা জন্ম তারিখের মতো তথ্য ভুল থাকে, তবে আপনি অনলাইনে তথ্য় আপডেট করতে পারেন।
- প্রথমেই আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/- এ যেতে হবে।
- এবার লগ ইন অপশনে ক্লিক করুন।
- এবার আপনার আধার কার্ড, ক্যাপচা কোড বসিয়ে “সেন্ড ওটিপি” অপশনে ক্লিক করুন।
- আপনার রেজিস্টার নম্বরে এবার ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে।
- এই ওটিপি বসিয়ে আপনি লগ ইন করুন।
- লগ ইনের পর আপনি ‘এডিট আধার অনলাইন’ অপশনে ক্লিক করে আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা আপডেটের কাজ করুন।
- তথ্য আপডেটের পর ‘প্রসিড টু আপডেট আধার’ অপশনে ক্লিক করুন।
- এবার পেমেন্ট করে দিলেই আপনার আধার কার্ডের তথ্য আপডেট হয়ে যাবে।