AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Housing Scheme: দিল্লিতে কম দামে নিজের ফ্ল্যাট চান? DDA-র এই তিনটে স্কিম জেনে নিন

Housing Scheme: ডিডিএ-র শ্রমিক আবাস যোজনা নির্মাণ শ্রমিকদের জন্য। তবে ওই নির্মাণকর্মীদের নাম দিল্লি বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডে নাম নথিভুক্ত থাকতে হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে ফ্ল্যাট বুক করতে পারেন।

Housing Scheme: দিল্লিতে কম দামে নিজের ফ্ল্যাট চান? DDA-র এই তিনটে স্কিম জেনে নিন
ফাইল ফোটো
| Updated on: Jan 15, 2025 | 11:20 PM
Share

দিল্লি: ভাড়াবাড়ি নয়। নিজের একটা ফ্ল্যাট থাকবে। এই স্বপ্ন সবাই দেখেন। কিন্তু, সাধ্যের মধ্যে বাড়ি, ফ্ল্যাট পেতে কালঘাম ছুটে। কখনও বাড়ি, ফ্ল্যাট পছন্দ হলেও দাম জেনে পিছিয়ে আসেন অনেকে। নিজের বাড়ি, ফ্ল্যাট হয় না। দিল্লির মতো জায়গায় সাধ্যের মধ্যে নিজের ফ্ল্যাটের স্বপ্ন দেখেন না বেশিরভাগ মানুষ। তাঁদের জন্য কেন্দ্রীয় হাউসিং অ্যান্ড আর্বান অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি(DDA) এগিয়ে এসেছে। মধ্যবিত্ত যাতে সাধ্যের মধ্যে ফ্ল্যাট পান, সেই উদ্যোগ নিয়েছে তারা।

১৪ জানুয়ারি তিনটি স্কিমে আবেদন গ্রহণ শুরু করেছে ডিডিএ। শ্রমিক আবাস যোজনা, সবকা ঘর হাউসিং স্কিম এবং ডিডিএ স্পেশাল হাউসিং স্কিম। এই ফ্ল্যাটগুলি পেতে কেমন খরচ পড়বে?

ডিডিএ-র শ্রমিক আবাস যোজনা নির্মাণ শ্রমিকদের জন্য। তবে ওই নির্মাণকর্মীদের নাম দিল্লি বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডে নাম নথিভুক্ত থাকতে হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে ফ্ল্যাট বুক করতে পারেন। এই ফ্ল্যাটগুলিতে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। ফ্ল্যাটের দাম শুরু ৮.৬৫ লক্ষ টাকা থেকে। বুকিংয়ের সময় ৫০ হাজার টাকা জমা দিতে হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই স্কিমে ফ্ল্যাটের জন্য বুকিং করা যাবে।

ডিডিএ-র সবকা আবাস যোজনা-

ডিডিএ-র সবকা ঘর হাউসিং স্কিমের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই স্কিমে সবাই ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন না। দিল্লিতে নথিভুক্ত অটোচালক, ক্যাবচালকরা এই স্কিমের সুবিধা পাবেন। রাস্তার ধারে যাঁরা জিনিসপত্র বিক্রি করেন, শহিদের স্ত্রী, বিশেষভাবে সক্ষম এবং এসসি-এসটি সম্প্রদায়ের লোকজন এই স্কিমে ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারেন। এই স্কিমে ফ্ল্যাটের দামে ২৫ শতাংশ ছাড় পাওয়া যায়। ফ্ল্যাটের দাম পড়ে ৮.৬৫ লক্ষ টাকা।

ডিডিএ-র স্পেশাল হাউসিং স্কিম-

কম দামে দিল্লিতে ফ্ল্যাটের জন্য রয়েছে ডিডিএ-র স্পেশাল হাউসিং স্কিম। ই-নিলামের মাধ্যমে এই স্কিমে ফ্ল্যাট বরাদ্দ করা হয়। এই স্কিমে ফ্ল্যাটের দাম শুরু হয় ২৯ লক্ষ টাকা থেকে।