Shopsy Layoff: এক ধাক্কায় ২ হাজার কর্মী ছাঁটাই Shopsy-র, বিদায়বেলায় কর্মীদের যা যা সুবিধা দিচ্ছে সংস্থা, শুনলে মাথা ঘুরে যাবে
Shopsy Layoff: যে সমস্ত কর্মীদের ছাঁটাই করা হবে, তাদের ন্যূনতম ১৬ সপ্তাহের সেভেরেন্স পে দেওয়া হবে। এর সঙ্গে প্রত্যেক বছরের জন্য এক সপ্তাহের সেভেরেন্স পে দেওয়া হবে।
নয়া দিল্লি: করোনাকালে চাকরির বাজারে নেমেছিল মন্দা। এক ধাক্কায় চাকরি হারিয়েছিলেন লক্ষাধিক মানুষ। পরবর্তী সময়ে চাকরির বাজারে হাল কিছুটা ফিরলেও,আর্থিক মন্দার জেরে ফের একবার কর্মী ছাঁটাই শুরু হচ্ছে। তথ্য প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন মাল্টি ন্যাশনাল সংস্থায় কর্মী ছাঁটাই করা হচ্ছে। এই তালিকা থেকে বাদ নেই ই-কমার্স প্ল্যাটফর্মগুলিও। ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে শুরু করে মিশো, বিভিন্ন অনলাইন বিপণন সংস্থায় কর্মী ছাঁটাই করা হচ্ছে। এবার সেই পথেই হাঁটল আরও একটি সংস্থা। কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল শপসি। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ২ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করা হবে।
শপসি সংস্থার তরফে জানানো হয়েছে, শীঘ্রই শপসি লজিস্টিক সংস্থাকে কিনে নিতে চলেছে মার্কিন মাল্টিন্যাশনাল কর্পোরেশন ফ্লেক্সপোর্ট। সংস্থার সিইও টোবি লুটকে বলেন, “শপসি সংস্থা আয়তনে ২০ শতাংশ কমতে চলেছে এবং ফ্লেক্সপোর্ট শপসি লজিস্টিক-কে কিনে নিতে চলেছে। অর্থাৎ আপনাদের মধ্যে বেশ কিছুজনকে শপসি সংস্থাকে বিদায় জানাতে হবে। জানি এই সিদ্ধান্তের কতটা প্রভাব পড়তে চলেছে আপনাদের উপরে এবং জানিয়ে রাখি, খুব হালকাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
সংস্থার তরফে জানানো হয়েছে, যে সমস্ত কর্মীদের ছাঁটাই করা হবে, তাদের ন্যূনতম ১৬ সপ্তাহের সেভেরেন্স পে দেওয়া হবে। এর সঙ্গে প্রত্যেক বছরের জন্য এক সপ্তাহের সেভেরেন্স পে দেওয়া হবে। অর্থাৎ কোনও কর্মী যদি এক বছর শপসি সংস্থায় কাজ করেন, তবে তাঁকে ১৬ সপ্তাহের অতিরিক্ত সেভেরেন্স পে দেওয়া হবে। এর পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সুবিধা ও এমপ্লয়ি অ্যাসিস্টেন্স প্রোগ্রামের সুবিধাও দেওয়া হবে।