AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চাকরি বদল করার সঙ্গে সঙ্গেই করুন এই কাজ, নাহলে আটকে যাবে PF-র টাকা

EPFO: বেসরকারি চাকরিজীবীরা কেরিয়ারে উন্নতির জন্য চাকরি বদল করে থাকেন। এই চাকরি পরিবর্তনের সময়ই অনেক সময় কর্মচারীরা এমন একটা ভুল করে বসেন, যার কারণে পিএফের টাকা আটকে যেতে পারে বা টাকা জমা হলেও, সুদ পাওয়া যায় না।

চাকরি বদল করার সঙ্গে সঙ্গেই করুন এই কাজ, নাহলে আটকে যাবে PF-র টাকা
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Apr 10, 2025 | 11:58 AM
Share

নয়া দিল্লি: চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয় হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও (EPFO)। মাসে মাসে বেতনের একটা অংশ জমা পড়ে ইপিএফ অ্যাকাউন্টে। এবার বেসরকারি চাকরিজীবীরা কেরিয়ারে উন্নতির জন্য চাকরি বদল করে থাকেন। এই চাকরি পরিবর্তনের সময়ই অনেক সময় কর্মচারীরা এমন একটা ভুল করে বসেন, যার কারণে পিএফের টাকা আটকে যেতে পারে বা টাকা জমা হলেও, সুদ পাওয়া যায় না।

নতুন চাকরিতে যোগ দিলেও, ইপিএফও অ্যাকাউন্ট কিন্তু একটাই থাকে। অনেকে ভাবেন যে নতুন চাকরি মানে নতুন পিএফ অ্যাকাউন্ট। চাকরি পরিবর্তন করার সঙ্গে সঙ্গেই ইউএএন (UAN ) নতুন কোম্পানিকে দেওয়া উচিত। ওই নম্বর দিয়েই তারা নতুন অ্যাকাউন্ট খুলে দেন, যেখানে নতুন সংস্থার ও আপনার নিজস্ব আর্থিক অনুদান মাসে মাসে জমা পড়ে। এক্ষেত্রে মনে রাখা দরকার, একাধিক পিএফ অ্যাকাউন্ট থাকলেও, UAN নম্বর একটাই হয়।

আপনি যদি নতুন পিএফ অ্যাকাউন্ট খোলেন, তবে পুরনো অ্যাকাউন্টের সঙ্গে মার্জ বা একত্রিত করা জরুরি। যদি দুটি অ্যাকাউন্ট মার্জ না করেন, তবে পুরনো অ্যাকাউন্টে জমা টাকা ও তার উপরে সুদ আপনি পাবেন না।

কীভাবে পিএফ অ্যাকাউন্ট মার্জ করবেন?

  • প্রথমে EPFO-র পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in-এ যেতে হবে।
  • এরপর অনলাইন সার্ভিস অপশনে গিয়ে ওয়ান মেম্বার-ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট- অপশনে ক্লিক করতে হবে।
  • এবার নতুন অফিসের প্রয়োজনীয় তথ্য বিবরণ জমা দিতে হবে এবং অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।
  • এর পরের ধাপে গেট ডিটেইল অপশনে ক্লিক করলে পুরনো অফিসের ইপিএফ অ্যাকাউন্টের তালিকা খুলে যাবে।
  • আপনি যে অ্যাকাউন্টটি স্থানান্তর করতে চান, তাতে ক্লিক করুন।
  • পরের ধাপে ‘Get OTP’- অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি (OTP) আসবে। এই নম্বর দিয়ে সাবমিট করুন।
  • আপনার বর্তমান নিয়োগকর্তা বা সংস্থা এটিতে অনুমোদন দিলেই EPFO-র  পুরনো অ্যাকাউন্টটি নতুন অ্যাকাউন্টে মার্জ করবে।

অ্যাকাউন্ট মার্জ না করলে কী হবে?

নতুন ইপিএফ অ্যাকাউন্ট খোলার কারণে, পুরানো অ্যাকাউন্টে থাকা আপনার টাকা একসঙ্গে দেখা যায় না। এছাড়াও, কর সাশ্রয়ের দৃষ্টিকোণ থেকেও তাদের একীভূত করা প্রয়োজন। ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় পাঁচ বছরের এই সীমা পালন করা হয়। পাঁচ বছর ধরে অবদান রাখার পর, জমা অর্থ তোলার উপরে কোনও কর দিতে হয় না।