West Bengal’s Farmers: জমি থাকলেই এই প্রকল্পে বাংলার কৃষকেরা পাচ্ছেন ৫ থেকে ১০ হাজার টাকা, কীভাবে করবেন আবেদন?
West Bengal's Farmers: এই প্রকল্পের হাত ধরে বাংলার কৃষকরা পেতে পারেন বড় সুবিধা। চাষাবাদের সুবিধার জন্য পাওয়া যাবে ৫ হাজার থেকে ৮ হাজার পর্যন্ত আর্থিক সহায়তা।
কলকাতা: বাংলা(West Bengal) সহ গোটা ভারতেই কৃষকদের(Farmers of India) জন্য নানা জনমুখী প্রকল্প রয়েছে। কিন্তু, প্রকল্প থাকলেও তা নিয়ে জনসচেতনতার অভাব প্রায়শই সরকারের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কৃষকদের জন্যও রয়েছে নানা প্রকল্প। এই প্রকল্পগুলিতে আবেদনের খরচ, পদ্ধতি সহ একাধিক বিষয়ে সঠিক ধারণা থাকে না অনেক মানুষের। তারফলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন তাঁরা। বর্তমানে বাংলাতেও রয়েছে এমন এক প্রকল্প যেখানে নিজের জমি থাকলে কোনও কৃষক পেতে পারেন ৫ হাজার, ৮ হাজার, ১০ হাজার পর্যন্ত আর্থিক সহায়তা। কিন্তু কীভাবে করবেন এই প্রকল্পে আবেদন?
পশ্চিমঙ্গ সরকারের(West Bengal Government) অধীনে রয়েছে ‘আমার ধান আমার চাতাল প্রকল্প’। মূলত, ধান ও শস্য শুকানোর চাতাল, শুকানোর যন্ত্র, সংরক্ষণের জন্য গোলা বানানোর জন্য এই প্রকল্পে সুবিধা পাওয়া যায়। ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, কৃষক গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদির মধ্য থেকে নির্বাচিত উপভোক্তাদের সেদ্ধ ধান শুকানোর চাতাল, ভিজে ধান শুকানোর যন্ত্র এবং স্বল্প মূল্যে উন্নত ধান শস্য সংরক্ষণের অর্থ প্রদান করা থাকে এই প্রকল্পের হাত ধরে।
কত টাকার আর্থিক সাহায্য পাওয়া যায় ?
এককালীন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক পাওয়া যায়। আবেদনের পর জেলাস্তরীয় অনুমোদন কমিটির তরফে সবুজ সংকেত পাওয়ার পর সংশ্লিষ্ট কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হয়।
কোথায় করবেন আবেদন ?
কোনও চাষি যদি আবেদন করতে চান তবে তাঁকে প্রথমে কৃষিজ বিপণন দফতরের জেলা আধিকারিকের অফিসে গিয়ে ফর্ম তুলতে হবে।
কোন কোন নথির প্রয়োজন রয়েছে ?
আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাস বই, নিজের জমির রেকর্ডের নথি থাকা দরকার।
আরও পডুন- কেন পার্সোনাল লোনের থেকে বেশি সুবিধা পাওয়া যায় গোল্ড লোনে? কী বলছেন বিশেষজ্ঞরা
আরও পড়ুন- লোন গ্যারান্টার হলে অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি, অন্যথায় পড়তে পারেন বড়সড় সমস্যায়