RBI Repo Rate: রেপো রেটের সঙ্গে কমেছে FD, RD-র সুদের হার! আপনার ব্যাঙ্কেও এমনই অবস্থা নাকি?
Fixed Deposit, Recurring Deposit: রেপো রেট কমলে যেখানে হোম লোন বা বিভিন্ন খুচরো লোনের সুদ কমার কথা সেখানে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের সুদ কমে যায় কেন?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বছরে দ্বিতীয়বারের জন্য রেপো রেট কাটের ঘোষণা করেছে। ৯ এপ্রিলের এই ঘোষণায় হাসি ফুটেছে সেই সব মানুষদের মুখে যাঁদের হোম লোন চলছে। রেপো রেট হল সেই সুদের হার, যে হারে ব্যাঙ্কগুলো রিজার্ভ ব্যাঙ্কের থেকে ধার নেয়। ফলে রেপো রেট কমায় কমেছে হোম লোনের সুদের হারও।
কিন্তু রেপো রেট কমায় ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটের সুদের হারও কমেছে বেশ কয়েকটি ব্যাঙ্কের। এর মধ্যে উল্লেখযোগ্য নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কোটাক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক তাদের এফডি ও আরডিতে সুদের হার কমিয়েছে ১০ বেসিস পয়েন্ট। অন্যদিকে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট। আবার, এসবিআইয়ের অমৃত কলস ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪০০ দিনের স্পেশাল প্ল্যানের মতো কিছু স্কিম তারা বন্ধও করে দিয়েছে। অন্যদিকে, অনেকক্ষেত্রে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কও তাদের সুদের হার কমিয়ে দিয়েছে ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত।
এইচডিএফসি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারও কমিয়েছে। ২৫ বেসিস পয়েন্ট কমে তাদের সুদের হার এখন ২.৭৫ শতাংশ। যা বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে কম।
কিন্তু রেপো রেট কমলে যেখানে হোম লোন বা বিভিন্ন খুচরো লোনের সুদ কমার কথা সেখানে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের সুদ কমে যায় কেন? এর বেশ কয়েকেকটি কারণ রয়েছে। প্রথমত, এফডি বা আরডিতে সুদ কমলে ব্যাঙ্ককে এই ধরণের স্কিম ম্যাচিয়র হলে কম টাকা খরচ করতে হয়। ফলে ব্যাঙ্কগুলোর হাতে বাড়তি কিছুটা টাকা থাকবে। আবার হোম লোন বা খুচরো লোনের সুদ কমে যাওয়ায় সেই সব ধরণের সুদের চাহিদা বাড়বে। ফলে, ব্যাঙ্ক তাদের হাতে থাকা বাড়তি টাকা লোন দেওয়ার জন্য ব্যবহার করতে পারবে। দ্বিতীয়ত, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমায় সাধারণ মানুষকে খরচ করায় উৎসাহ দেওয়ার জন্য। আর সেই অবস্থায় ব্যাঙ্কগুলোও চেষ্টা করে বিভিন্ন ধরণের টাকা জমানোর স্কিম বা সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কমিয়ে দিয়ে গ্রাহককে খরচ করায় উৎসাহিত করতে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





