Reliance: আপনার ঘরের কোন প্রোডাক্টগুলি মুকেশ অম্বানীর, জেনে নিন

Mukesh Ambani: বর্তমানে দেশের সবথেকে বড় মাল্টিন্যাশনাল সংস্থা রিলায়েন্স। ধীরুভাই অম্বানীর ছোট ছেলে মুকেশ অম্বানীর হাত ধরে তা আরও বৃদ্ধি পেয়েছে। তার সম্পত্তির আনুমানিক পরিমাণ ৯১০০ কোটি ডলার। এই সম্পত্তির পিছনে রয়েছে তার দীর্ঘ ও কঠোর পরিশ্রম। একটি সংস্থা থেকেই বিগত ১০ বছরে শতাধিক ব্রান্ড তৈরি করেছে রিলায়েন্স।

Reliance: আপনার ঘরের কোন প্রোডাক্টগুলি মুকেশ অম্বানীর, জেনে নিন
মুকেশ অম্বানী।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 7:25 AM

নয়া দিল্লি: ব্যক্তিদের তালিকাতেও প্রথম ১০-র মধ্যেই থাকে মুকেশ অম্বানীর (Mukesh Ambani) নাম। ১৯৫৮ সালে ধীরুভাই অম্বানীর হাত ধরে শুরু হওয়া ছোট্ট ফার্ম ট্রেডিং সংস্থাই কলেবরে বেড়ে রিলায়েন্সে পরিণত হয়েছে। বর্তমানে দেশের সবথেকে বড় মাল্টিন্যাশনাল সংস্থা রিলায়েন্স (Reliance)। ধীরুভাই অম্বানীর ছোট ছেলে মুকেশ অম্বানীর হাত ধরে তা আরও বৃদ্ধি পেয়েছে। তার সম্পত্তির আনুমানিক পরিমাণ ৯১০০ কোটি ডলার। এই সম্পত্তির পিছনে রয়েছে তার দীর্ঘ ও কঠোর পরিশ্রম। একটি সংস্থা থেকেই বিগত ১০ বছরে শতাধিক ব্রান্ড তৈরি করেছে রিলায়েন্স।

রিলায়েন্সের অধীনে রয়েছে অগুনতি ব্রান্ড। এর মধ্যে অনেক ব্রান্ড সম্পর্কে অনেকেই জানলেও, এমন অনেক সংস্থা বা ব্রান্ড রয়েছে, যার মালিক যে মুকেশ অম্বানী, তা জানেনই না। এমনই কিছু পরিচিত ব্রান্ডের খোঁজ দেওয়া হল এই প্রতিবেদনে-

রিলায়েন্স সাম্রাজ্যে সবথেকে বড় অংশ হল রিটেল ও ই-কমার্স শাখা। এর অধীনে রয়েছে-

বারবেরি-বারবেরি হল ব্রিটিশ লাক্সারি পোষাক ব্রান্ড। জামাকাপড়ের পাশাপাশি দামি ব্যাগ, বেল্ট থেকে শুরু করে পারফিউম পাওয়া যায়। ভারতে এই ব্রান্ড অধিগ্রহণ করেছে রিলায়েন্স।

আজিও- অনলাইন শপিং অ্যাপ আজিও। এর মালিকও রিলায়েন্স।

নেটমেডস– অনলাইনে ওষুধ ডেলিভারি অ্যাপ হল নেটমেডস। পাশাপাশি বর্তমানে দোকানও রয়েছে নেটমেডসের। এই ব্রান্ডেরও মালিক রিলায়েন্স।

আর্বান ল্যাডার– কাঠের সামগ্রী কেনার অন্য়তম সেরা ঠিকানা হল আর্বান ল্যাডার। এর মালিকও মুকেশ অম্বানী।

এমপেরিও আরমানি– এটিও লাক্সারি পোশাক ব্রান্ড। ভারতে বড় বড় শপিং মলে দোকান রয়েছে আরমানির। এর মালিকও রিলায়েন্স।

টিফনি অ্যান্ড কোং- মার্কিন মুলুকে গহনার সবথেকে নামকরা ব্রান্ড হল টিফনি অ্যান্ড কোং। ভারতে এই ব্রান্ড অধিগ্রহণ করেছে রিলায়েন্স।

জিভামে– মহিলাদের জনপ্রিয় অন্তর্বাস ব্রান্ড জিভামে। এর মালিকও রিলায়েন্স।

টিরা– নতুন শপিং অ্যাপ টিরা। শাহরুখ কন্যা সুহানা এর প্রোমোশন করছেন। এই ব্রান্ডও আসলে রিলায়েন্সের।

ক্যালসিডেন্ট– দাঁত মাজার মাজন ক্যালসিডেন্ট। এর মালিক যে রিলায়েন্স, তা জানতেন?

এনজো– খাবার হজমের জন্য চটজলদি উপায় ইনো-এনজোর মতো ওষুধই ভরসা। এনজোর মালিকও রিলায়েন্স।

৭-ইলেভেন– এশিয়ায় সবথেকে জনপ্রিয় কনভিনিয়েন্ট শপ, যেখানে এক ছাদের নীচে সবকিছু পাওয়া যায়, তেমন ব্রান্ড হল ৭-ইলেভেন। আমেরিকাতেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ৭-ইলেভেন। ভারতে ৭-ইলেভেন ব্রান্ডের মালিক রিলায়েন্স।

বিনোদন ক্ষেত্রেও রিলায়েন্সের একাধিপত্য চলছে। শুধু জিও টিভি, জিও সিনেমাই নয়, অল্ট বালাজি থেকে শুরু করে ভুট-এগুলিও রিলায়েন্সেরই অধীনে।